ফিফটি শেইডস অফ গ্রে
প্রকাশিত হয়েছে : ০৮ ডিসেম্বর ২০১৫, ৩:২১ পূর্বাহ্ণ, | ২৩৬৪ বার পঠিত
সুবর্ণ বাগচী : সম্প্রতি রিলিজ হয়েছে ‘ফিফটি শেইডস অফ গ্রে’ শীর্ষক ইংলিশ ম্যুভিটি। ইরোটিক রোম্যান্স ম্যুভির ক্যাটাগোরিতে এই সিনেমাটা প্রিমিয়ার হয়েছিল গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সিক্সটিফিফথ বার্লিন উৎসবে। এর গল্পসূত্র সমনামী বিতর্কিত উপন্যাস অবলম্বনে এবং ই. এল্. জেইমসের গল্পছায়া নিয়ে এই সিনেমাটির চিত্রনাট্য করেছেন কেলি মার্সেল। ম্যুভি ডিরেকশন দিয়েছেন স্যাম্ টেইলর-জন্সন।
আখ্যানের মূল দুই চরিত্র ক্রিশ্চিয়্যান গ্রে এবং অ্যানা স্টিল নামভূমিকায় অভিনয় করেছেন যথাক্রমে জেমি ডোরন্যান এবং ড্যাকোটা জন্সন।
ডিরেক্টর টেইলর-জন্সন একটি ইন্টারভিয়্যুতে জানিয়েছেন, ‘লাস্ট ট্যাঙ্গো ইন প্যারিস’ এবং ‘ব্লু ইজ দ্য ওয়ার্মেস্ট কালার’ শীর্ষক সাড়া-জাগানো কন্ট্রোভার্শাল্ ম্যুভিদ্বয় ‘ফিফটি শেইডস অফ গ্রে’ নির্মাণে তাকে অনুপ্রাণিত করেছে।
মজার ব্যাপার হচ্ছে, এই সিনেমা নির্মাণপ্রাক্কালে জানা গিয়েছিল ‘টুইলাইট সাগা’-তারকা কার্স্টেন স্টুঁয়ার্ট এবং রবার্ট প্যাটিন্সন ম্যুভিটির মূল দুই ভূমিকায় অভিনয় করছেন। কিন্তু পরে প্ল্যান পরিবর্তন করা হয়, বলা বাহুল্য।
জানা গিয়েছে, বিতর্কিত যৌন কন্টেন্ট এবং আপত্তিকর সেক্সুয়্যাল ভায়োলেন্সের প্রাধান্যবহ উপন্যাসত্রয়ীর ম্যুভিসিক্যুয়েল পরবর্তী খণ্ডদ্বয়ের নির্মাণকাজ ইতোমধ্যে গৃহীত হয়েছে এবং সব ঠিকঠাক থাকলে এদের রিলিজিং ইয়ার পরপর ২০১৭ ও ২০১৮; কারা অভিনয় করছেন বা কে পরিচালনা করছেন তা জানা যায়নি অবশ্য।
ম্যুভিটি ক্ল্যাসিফায়েড এবং বয়সগ্রুপ ব্যতিরেকে এর প্রদর্শনী সেন্সরড রাখার পরামর্শ সম্বলিত হবার কারণে একে অপ্রাপ্তবয়স্ক দর্শকগোষ্ঠীর দৃষ্টিনাগালের বাইরে রাখতেই ইংলিশ ম্যুভিক্রিটিকবৃন্দ জোর সুপারিশ রেখেছেন।
৪০ মিলিয়ন ইউএস ডলার ব্যয়ে বানানো ম্যুভিটি ক্রিটিকদের মিশ্র প্রতিক্রিয়ার তোপে পড়েও অলরেডি প্রায় ছয়শ মিলিয়ন লাভের গুড় মটকায় উঠিয়ে সেরেছে!