নির্মাতা ফারুকী দাবি তুললেন ফেসবুক খুলে দেয়ার
প্রকাশিত হয়েছে : ০৭ ডিসেম্বর ২০১৫, ৩:৩৩ পূর্বাহ্ণ, | ২১৯১ বার পঠিত
সুবর্ণ বাগচী : দেশের সার্বিক নিরাপত্তার কারণ দেখিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে গত ১৮ নভেম্বর থেকে সামাজিক যোগাযোগের সবগুলো মাধ্যম বন্ধ রেখেছে বিটিআরসি। বিষয়টি নিয়ে সাধারণ নাগরিকদের পাশাপাশি তারকারাও প্রতিবাদ জানাচ্ছেন। যার অংশ হিসেবে রোববার সকালে বিকল্প পথে ফেসবুকে প্রবেশ করে ফেসবুক, ভাইবার, হোয়াটসআপসহ সামাজিক যোগাযোগের সবগুলো মাধ্যম খুলে দেয়ার দাবি জানান নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী।
ফেসবুকে নিজের অ্যাকাউন্টে ফারুকী লিখেন, ‘যথেষ্ট হয়েছে! এবার ফেসবুক, ভাইবার, হোয়াটসআপ খুলেন। আপনি এবং আপনারা যে কেবল মানুষের ব্যবসা বাণিজ্য, আন্তর্জাতিক যোগাযোগ, মত প্রকাশের স্বাধীনতার গলা টিপে ধরেছেন তা না, আওয়ামী লীগ সরকার যে ডিজিটাল বাংলাদেশের ধারণার উপর তার ব্র্যান্ড দাঁড় করাচ্ছে সেটারও তেরোটা বাজিয়েছেন।
আপনাদের অভিনন্দন। এবার ফেসবুক, হোয়াটসআপ, ভাইবার খুলেন। খুলেন।
উল্লেখ্য, রোববার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কনরফারেন্স কক্ষে ফেসবুক কর্তৃপক্ষের দুজন প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এর পরপরই জানানো হয় শিগগিরই ফেসবুক খুলে দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিবে সরকার।