ছায়া’র সংসার । আবু উবায়দাহ তামিম
প্রকাশিত হয়েছে : ২৬ অক্টোবর ২০১৫, ৪:৪৮ অপরাহ্ণ, | ২৫৫২ বার পঠিত
সেই সকাল আট’টায় অফিসে যেতে হয়, আর ছুটি হয় বেলা পাঁচটায়। সুবন্ত একটা প্রাইভেট কোম্পানিতে চাকরী করে, চাকরির বয়সটা প্রায় দু’মাস বা আড়াই মাস হবে। এর বেশী নয়। তার পরিবারে উপার্জনক্ষম একমাত্র সেই ছিল, তাই মা আর ছোটো বোনকে দেখাশোনা করতে হয় তারই। চাকরিটা পাওয়াই আগের থেকে দুশ্চিন্তা অনেকাংশ কমে গেছে সুবন্তের।
হঠাৎ করে টেবিলে রাখা স্মার্ট-ফোনের রিঙ বেজে উঠলো। সুবন্তের ঘুমটা কেবল গভীর ঘুমে রূপান্তরিত হতে যাচ্ছে, এরই ভিতর ঘুমটা আবার ভেঙ্গে দিলো তার স্মার্ট-ফোন। চোখটা না খুলেই বিরক্তি-ভাবে ফোনটি তুলে রিসিভ করলো সে।
ওপাশ থেকে এক অপরিচিত পুরুষকন্ঠে…
ফোনে কথা শেষ হওয়ার পর সুবন্তের হাত পা কেমন যেন শীতল হয়ে আসছিলো। এই মাত্র ফোনে যার কথা বলা হলো, সে সুবন্তের বাল্যবন্ধু তাহসিন। সেই ছোটকাল থেকে একসাথে পড়েছে তারা। কিন্তু সুবন্তের চাকরির কিছুদিন আগেই তাহসিন একটা বড় চাকরি পেয়ে যায়। যার কারণে এই প্রথম তারা দু’জন পৃথক হয়েছিলো। এইতো সেদিন যখন সুবন্ত ঢাকায় আসছিলো, সেদিন তাহসিন আর তার ছোট বোন বাসস্টান্ড পর্যন্ত এসেছিলো তাকে এগিয়ে দেওয়ার জন্য। বাবা-মা হারা দুই
আর এই অসময়ে দুঃসংবাদ পেয়ে সুবন্তের সবকিছু উলট-পালট হয়ে গেছে। সব দুশ্চিন্তা যেন ঘিরে ধরেছে তার মাথায়। একদিকে তার চাকরিটা একেবারে নতুন, চাকরি ছেড়ে যাবে কীভাবে? আবার চাকরির সাথে সম্পৃক্ত পরিবার। অন্যদিকে তার বন্ধু তাহসিনের এক্সিডেন্ট। কিন্তু তাহসিনকে দেখার জন্য ক্রমশই অস্থির হতে লাগলো তার মন। অবশেষে বাড়ি যাওয়ার জন্য মনস্থির করলো সে।
দুই
দুদিকের লম্বা লম্বা গাছপালাগুলো হু হু করে ছুটে যাচ্ছে পিছন দিকে, সুবন্ত বাসের জানালা দিয়ে একমনে দেখছে সেগুলো। চাকরি ছেড়ে শহর ছেড়ে গ্রামে ফিরে যাচ্ছে সে, এইখানে আর আসা হবে কিনা এ ব্যাপারেও সে নিশ্চিত নয়। সুবন্তের কাছে রাস্তার দৈর্ঘ্যটা অন্যদিনের চে’ বেশী মনে হতে লাগলো আজ। রাস্তা যেন মোটেই শেষ হতে চাচ্ছে না এখন।
হঠাৎ করে মনে পড়ে গেল তাহসিনের ছোট বোনটার কথা, ছায়া। খুব চঞ্চল টাইপের একটা মেয়ে, ইন্টার মিডিয়ে-ট শেষ করেছে, অনার্সের ছাত্রী এবার। এক ভাই ছাড়া আপন বলতে কেউ নেই তার। ভাইয়ের এক্সিডেন্টে কী অবস্থা হয়েছে তার কে
দু’বছর আগের কথা, একদিন ভোরের হাওয়ায় হাঁটতে হাঁটতে ছায়া নিজেই বিয়ে করার প্রস্তাব দিয়ে বসেছিলও সুবন্তকে। কিন্তু সুবন্ত তখন হ্যাঁ বা না কিছু বলেনি। পরে অবশ্য একবার বিয়ের বিষয়টা মাথায় এনেছিলও সুবন্ত। যদিও বন্ধুর বোনকে বিয়ে করা একটা সমাজ-বিপরীত কাজ বলে মনে করে লোকেরা, শেষমেষ এই সেই ভেবে কাউকে আর বিষয়টি জানানো হয়নি। কারণ সুবন্ত একটা সংশয়ে পড়েছিল তখন, হয়ত তাহসিন এমন কথাটা জানতে পেরে মনে আঘাত পাবে,
তিন
খুব ভোরেই গ্রামে পৌঁছে গেলো সুবন্ত। সরু মাটির রাস্তা ধরে দ্রুত পায়ে বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে সে। বাড়ি পৌঁছাতে এখনো প্রায় দশ পনের মিনিট লাগবে। এতো ভোরে রাস্তা-ঘাট পুরোপুরি ফাঁকা, ভ্যান গাড়ি এবং মানুষশূণ্য হয়ে পড়ে আছে সব জায়গা। নিজ গ্রামের চিরচেনা সেই পথ-ঘাট গুলো ভালো করে দেখে নিচ্ছে সে। গ্রাম ছেড়ে তার বাইরে থাকা মাত্র তিন চার মাস, অথচ তার কাছে মনে হচ্ছে কত বছরই না সে গ্রামে আসেনি, গ্রামের সবকিছুতেই যেন অনেক পরিবর্তন ঘটেছে।
দূর থেকে দেখা যাচ্ছে তাহসিনদের বাড়ির সামনে অনেক মানুষের সমাগম। বেশকিছু সাইকেল মোটর সাইকেলও রাখা আছে বাড়ির বাইরে,এসব দেখে সুবন্তের মনে অজানা কিছু শঙ্কায় এসে ভর করেছে মৌমাছির মতো। আসলে কী হয়েছে তাহসিনের! কেউ তেমন কিছু তো বলেনি। সুবন্ত মাথায় কোন নেতিবাচক চিন্তা আনতে চায়না এখন। তাহসিন সুস্থই আছে। হয়ত অনেক বেশী অসুস্থ হয়েছে; তাই মানুষের সমাগম। সে মন শক্ত করে দ্রুত পায়ে হেটে গেলো বাড়ির কাছে, বাড়ির পরিস্থিতি পুরো থমথমে। অপরিচিত কিছু পাড়ার মহিলা সুবন্তের আগমনের দিকে তাকিয়ে আছে। অকস্মাৎ তার দৃষ্টি বাড়ির উঠোনে পড়লো। তখন সুবন্তের আর কিছু বুঝতে বাকি রইলো না। তার বন্ধু তাহসিন আর বেঁচে নেই; পরপারে বিদায় নিয়ে গেছে। সাদা কাপড়ে পেঁচানো শরীরটা খাটিয়ার উপরে রাখা আছে, পাশে বসে কাঁদছে তার বোন ছায়া। সুবন্তকে
বন্ধুকে হারানোর ব্যথায় সেদিন থেকে সুবন্ত যেন চরম অসহায় হয়ে পড়লো, এমনকি চাকরিতে যাওয়ার ভাগ্যটুকু আর হলো না তার।
চার
তাহসিনের মৃত্যুর পর পাঁচটি বছর কেটে গেলো। আজ তার পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটা দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। প্রতিবছরের মতো এবারও তাহসিনের অনেক আত্মীয়-স্বজন এসেছে এ অনুষ্ঠানে। বাড়ি ভরা মানুষ, তার মধ্যে ছোট্ট রাইয়ানও খুব দুষ্টুমি আর ছোটাছুটি করে বেড়াচ্ছে। রাইয়ান হলো ছায়ার একমাত্র ছেলে। তিন চার বছরে ভালোই বেড়ে উঠেছে সে। আজ ছায়ার একজন দূরসম্পর্কের মামাও এসেছে, এদিকে রাইয়ান লাফালাফি করতে করতে হঠাৎ গিয়ে পড়লো সেই মামার সামনে; আধা বয়স্ক একটা লোক, সাদাকালো চাপদাড়ির সংমিশ্রণ। সে আগে কখনো তাকে দেখেনি, তাই অপরিচিত একটা লোক দেখে ভয় পেয়ে এক দৌড়ে ছায়ার কোলের মধ্যে গিয়ে লুকিয়ে পড়লো। হাঁপাতে হাঁপাতে বললও, —আম্মু! দেখো একটা অচেনা লোক আমাকে ধরতে এসেছে। ছায়া পিছনে তাকিয়ে তার মামাকে দেখে চিনে ফেললো। তারপর ছায়ার মামা বললও, —ও, এটা তোমার ছেলে নাকি? নাম কী তোমার? বাবু।
—আমার নাম রাইয়ান হাসান।
—আব্বুর নাম কী? বলতে পারো?
—হ্যাঁ! পারি, আমার আব্বুর নাম সুবন্ত হাসান।
এর ভিতরে সুবন্ত এসে দাঁড়ালো তাদের সামনে। রাইয়ান তার বাবাকে দেখে বেশ উচ্ছ্বাসিত হয়ে বললও —এই তো আমার আব্বু এসে গেছে।