আদ্রে
প্রকাশিত হয়েছে : ০৫ ডিসেম্বর ২০১৩, ৭:২৬ অপরাহ্ণ, | ১৪৮৭ বার পঠিত
Open Grave
হরর বেইসড থ্রিলার মূলত এই মুভিটা । প্লট টা বেশ ইন্টারেস্টিং এবং কি এলিমেন্টটা কিছুটা কমনও বটে । জ্ঞান ফেরার পর প্রটাগনিস্ট দেখে যে সে একটা খাঁদের মধ্যে পড়ে আছে । চারপাশে অসংখ্য মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে । আতংকে সেগুলোকে ধাক্কা দিয়ে উঠতে গিয়ে টের পায় অবশ হয়ে আছে হাত-পা । ঝাড়া দিলে টের পায় কেমন যেন একটা রিজেনারেশন প্রসেস চলছে হাড়ের মধ্যে ! যাইহোক ভয়ানক ব্যাপার হল কিছুই মনে নেই তার, এমনকি নিজের নামটাও নয় । এখন এই গভীর খাঁদ থেকে উঠবে কীভাবে সে ? কোনভাবে উঠে একটা বাসায় আশ্রয় নিতে গেলে দেখে সেখানেও বেশ কয়েকজন রয়েছে আগে থেকেই । সন্দেহের সৃষ্টি হয়, জানতে পারে যে তাদেরও কারো কোন স্মৃতি নেই ! হচ্ছেটা কী এখানে ?
ফ্ল্য গুলোকে একটু ইগনোর করতে পারলে ভালো একটা টাইম পাস থ্রিলার বলা যায় মুভিটাকে । আমার ভালোই লেগেছে, রেট করব ৩/৫
- মুভি__Open Grave (2013)
ইনফো__ http://www.imdb.com/title/tt2071550/ - ডাউনলোড লিংক___ http://movieloversblog.com/adreastrian/20684