মেকদাদ মেঘ
প্রকাশিত হয়েছে : ০৫ ডিসেম্বর ২০১৩, ৫:৪৫ অপরাহ্ণ, | ২০৮২ বার পঠিত
পুষ্পপক্ষসুগন্ধ চিঠি
সমুদ্রের ভাঁজে হাসে লবণাক্ত লাবণ্যের প্রাণ
বলতে হয় না এসো অনেকেই আসে
বুঝে নেয় ইশকাপন রুইতনের খেলা,
ভাবনার জলযানে
উল্লাসে বলেছি শতবার
মৌমাছিকে দিতে হয় না পুস্পপক্ষ সুগন্ধের চিঠি…
কবিতাকে চুমু দেয়া যায়
কবিতার নামে যদি ঘুমন্ত গ্রহের বুকে
জোনাকির আলো জ্বলে ওঠে
উলঙ্গ আঁধারে নগ্ন-নগ্নতায়
বলব না কথকতা
দেবো উড়ন্ত চুম্বন তার ত্বকে!
বেদনা বোঝাব কারে সুখের বাজারে
মৃত্তিকার বুকে তারা পরিপক্ব হউক
পাঠের বেহালা ভুলে যারা তোলে
আকাঙ্ক্ষার অবুঝ উচ্ছ্বাস
শতাব্দীর ত্বকে বাড়ুক দুরন্ত ভাইবন্ধু আত্মীয় স্বজন …
হাওয়ার দেহময় ডাকঘর হারিয়ে যায়নি
মুদ্রিত পৃষ্ঠায় হাসে হাওরের হাসি!
বানান কিছুটা ভুল? ভেতরের কথাগুলো বোঝো
পারো যদি জর্জরিত করো ছুরিকায় কবির চিবুক!
চালাবে চালাও প্রকাশ্যের শত্রুমিত্র খেলা
এতে কোনো আপত্তি থাকে না সাহিত্যের পথে…
মহাকাল বলবে ভাবুক পাখির বিচ্ছেদী কালের বুলি
বেদনা বোঝাব কারে সুখের বাজারে শুধু গুলি…
পৃথিবী শৈশব
জীবন আমাকে বুঝিয়ে দিয়েছে সময়ের অনুপাত
শিখিয়েছে নরকের ভুল আগুনের ফুল প্রকরণ…
ক্রমধারায় বিবর্তিত কণা
কতগুলো মৃতদেহ জীবিতের শব!
যা-ই বলি তা-ই বুঝি
পৃথিবী শৈশব…
গিরগিটি মন
গিরগিটি মন আমাদের
শীতঘুমে মানুষের দিন
বলার অনেক কথা না-বলার ঘোরে
জমে থাকা শিশিরের ছাতা
রোদের চুমোয় ওড়ে বেদনার চিল
গিরগিটি মন খোঁজে জীবনের নয়া আলপিন!
যে যায় সে পায় না ফেরা নদীতে চলে যাবার আস্বাদ
শীতঘুমে গিরগিটি যাতনার দিন…
দিন শেষে রাতের চাদরে অনেকের প্রেমকাম খেলা
টিকটিকি হেঁটে যায় দেয়ালের পিঠে
সময়ের প্রতিখেলা সময়ের হাতেই লাফায়
গিরগিটি মন আমাদের রূপ বদলায়