হেমন্তের অন্নপূর্ণা । বেবী সাউ
প্রকাশিত হয়েছে : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ৯:৩৪ অপরাহ্ণ, | ৭৪৭ বার পঠিত
লগ্ন
দিতে তো পারিনি কিছু।শুধু বলে গেছি ‘থেকে যাও’
.
এই গৃহকোণ,ছাদ,অভিসারপথ শূন্য ভেবে
এই গৃহকোণ,ছাদ,অভিসারপথ শূন্য ভেবে
.
তুমিও নির্মম।
তুমিও নির্মম।
.
ভাঙো জমে থাকা বিস্মৃতি অতল
ভাঙো জমে থাকা বিস্মৃতি অতল
লাজরক্ত ঢেলে দিয়ে
.
সমস্ত নির্দেশ ভেঙে একা হেঁটে যাও বিবাহ উৎসবে
সমস্ত নির্দেশ ভেঙে একা হেঁটে যাও বিবাহ উৎসবে
লক্ষ্মী
প্রকৃত কুশল জানো।
বিনিময়ে খসে যায় পাকা ধান
.
ফেরাটা সহজ ভেবে
ফেরাটা সহজ ভেবে
তুমিও সাধক যেন
অভিমানে
.
পথে পথে ফেলে যাওয়া কৃষিক্ষেত হেমন্তের বন সেই
পথে পথে ফেলে যাওয়া কৃষিক্ষেত হেমন্তের বন সেই
.
আজন্ম পোড়ানো শখে সেদিনের
আজন্ম পোড়ানো শখে সেদিনের
ডাকনামে ভরেছ পরান?
বাজি
সমস্ত পঠন শেষে তুমিও উৎসুক
অব্যর্থ নিশান চেয়ে করতল পাতো
.
ফকির দাঁড়ায় এসে পরিপূর্ণতায়
ফকির দাঁড়ায় এসে পরিপূর্ণতায়
.
মহানিমের নীচে মাদুলি তাবিজ
মহানিমের নীচে মাদুলি তাবিজ
পেতে ধরে অযুতের নিজস্ব ছায়ায়
.
পায়ে লেগে পথ,ধুলো,পোষা শুঁয়োবন
পায়ে লেগে পথ,ধুলো,পোষা শুঁয়োবন
.
নিশানায় বাঁধা ছিল ডাক,লাল ধান
নিশানায় বাঁধা ছিল ডাক,লাল ধান
অথচ কে তাকে আজ ফেরাবে এ ঘরে
নবান্ন
মুখ ফুটে কখনও তো
চাইতে পারিনি কিছু
অথচ,বারবেলায় টাঙিয়েছি ছেঁড়া মানতের সুতো,ইষ্টনাম
.
মনে মনে ভেবে গেছি এই মন্ত্রবল
মনে মনে ভেবে গেছি এই মন্ত্রবল
ফেরাবে সমস্ত ধনেশের ডানা
কুবোদের ডাক
.
দরজার কাছে রাখি তেলহলুদের জল
দরজার কাছে রাখি তেলহলুদের জল
ছায়া ভাসে,ছায়া আরো হারায় গভীরে
.
তবুও নিশ্চিত হবে এই ফেরা,অপেক্ষায়
তবুও নিশ্চিত হবে এই ফেরা,অপেক্ষায়
নিজেকে সাজাই রোজ
.
যেন অন্নপূর্ণা
যেন অন্নপূর্ণা