সোমা মজুমদার ও মোর কোনো পরিচয় নাই । জ্যাকি ইসলাম
প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০২২, ৭:৫৬ পূর্বাহ্ণ, | ৩৩৪ বার পঠিত
ঋণীনৃনাথ নান্দনিকপুর এপিটাফ ১০
উড়ে শঙ্খচিল উড়ে উড়ে চানতারা সুরে সুরে উড়ে লৌহিত্য ঢেউ শংকায় মরে শ্রীমতি বারবিলাসী ঘুরে রুদাক্ষ সহিষ্ণূ-সূত্রপাত শেতল-শেয়াল পৌঢ়-জাত জমিনে জমিনে পুরু-হাত সাবিত্রী বুনে পুরানো-তাঁত হৃদগত হৈম-হোমানলে রূপায়িত লোকাচার শূলে লোভিত-সঙ্গীত প্রেতজলে সাঁতার কাটে দীপ্ত কৌশলে ছমছম-রাত বলে হোম সমাপন চর্তূদোলে সোম হতে ঝলমলে অনুপম দোল খায় পথে পথে বায় নৌকা বায় এখনো ক্ষুধায় সমীরণ হারায় হারায় তবু উড়ে সুরে সুরে উড়ে চানতারা শঙ্খচিল উড়ে দূরে দূরে আরো ব্যাপ্ত-দূরে অন্য-উপগ্রহে উড়ে মানুষ নয় উড়ে কে যেন লোভিত-সঙ্গীত কেন রুদ্র কৈশোঋকা
—গাথা শ্যেন কেন বধির
—শ্রীমতী যে লৌহিত্য-ঢেউ মৃত্যুতে ঢলে পড়ে প্রাণনাথপুর চলে যায় ঋণীপুর জলে জ্বলে অয়ি তাপ জ্বলে বোল-জলে (৬১১৯২)
আত্মজ আতাম্র ঋণীস্মরণ এপিটাফ ১১
আমাদের আমাদের ঢুকে নিজস্ব নিজস্ব যাক বিশেষত বিশেষত চুকে ব্যক্তিক নিত্যযুক্তা যাক উপাসতে তোজো হাত হতে তামসা পাড়ে পাড়ে বহুবিধ ভিন্ন নিঝুম প্রসৃতা ভিন্ন হঋজন পুরানি যজ্ঞ ভিন্ন যদিবা ভিন্ন জ্যোৎ¯œাময় বিমৃঢ়া ভিন্ন সমবুদ্ধ হোম ভিন্ন তাই হোম প্রিয়তম এষ স্পর্শ প্রিয়তম তোমা তাই হতে তমপ্রিয় দূর তমতোমা দীপিত তোমা অভিলাষ হতে চুকে বিবর্জিত যাক দীপিত চুকে নিদ্রালস্য যাক স্মৃতম চুকে যাক (৬১১৯২)
মোর কোনো পরিচয় নাই
নিজের পরিচয় নিজে কী দিতে পারে, দেয়া যায়?
নিজের ঢাক-নিজের ঢোল হক্কলেই বেশী করে পেটায়।
তাও যদি কইতে হয় কোনো ১
—’৭৪ এর দুর্ভিক্ষে জনম মোর,
সার্টিফিকেট কয়।
নভেম্বরের ১৫ তারিখে জ্যাকি ইসলাম সদর হাসপাতলে জনম লয়।
শিল্পের লগেই পেহেলা পেয়ার
—শিল্পের লগেই বিয়া।
কোনো ১-’৮৯ হতে আজতক চলিছে বাক্য-বাক্য খেলা।
গদ্য-পদ্যের ভেদাভেদ নাহি মানি, সকলই শিল্পকর্ম হয়
সাদা পাতার চেয়ে উৎকর্ষতর যেন হয়।
শিল্পে, শিল্পাশিল্পে কাটায়ে দিনু সাড়ে তিন দশক
মোট ২ কবিতার বই, আর কিছু নাই। শোনে হে ঘোষক
শোনে হে গণেশ-বাহন, জ্যাকি ইসলাম একাকী-নিভৃত শশক।
সোমা মজুমদার
ঘাসের নীচে
পাখির মতন
নদী রেখে
সমস্ত আগুন
পরশে নিয়ে
ঘাসের নীচে
পাখির মতন
নদী হলেম
ধীরে চুপে
আলগোছে
অনেকটা মীন
ধীর স্থির সংরক্ষণশীল
বৃষে চন্দ্র সতর্ক ও ধীর
আলগোছে
আকাশের কোলে
সারাদিন মিশে ছিলো
ছায়ার কোলাহলে
আরবার কাস্তের মতো চোখ
গভীর গাঢ়ো স্ফুট নীরব নীল
আলগোছে স্বভাবের ঋণ কেটে
ততোধিক ধীরে চুপে
নদীদের আগে মিশে গিয়ে
জোছনার ঘাসে সমস্ত নরম আগুন
নদীদের জোছনায় কী গাঢ়ো জোছনা নদী