নির্বাক পৃথিবী ও মন খারাপের সংসার । মনিরা মনি
প্রকাশিত হয়েছে : ০৩ এপ্রিল ২০২২, ১০:২৬ অপরাহ্ণ, | ৪৪১ বার পঠিত
নির্বাক পৃথিবী
এক পৃথিবী ভালোবাসব বলে আমি নিঃস্ব হতে থাকি
আমার পরিব্রাজক মন সুদূরে মিশে যায় গন্তব্যহীন;
ভালোবাসা যেখানে হাতছানি দেয় আমি সেখানে বিলীন করি নিজেকে;
জীবনের শেষটুকু নিঃশেষ করে দেখি আমার ভালোবাসার রং নীল।
আমি নিষ্পলক চেয়ে থাকি তোমার হেঁটে যাওয়া পথে
চেয়ে দেখি নদী কিভাবে বয়ে যায় সাগর সঙ্গমে
কিভাবে সবুজ বন হলুদের পরশ মাখে ধীরে ধীরে;
নগ্ন জমিতে কিভাবে পৌষের চুম্বন আঁকে
তুমি সেই পথেই পা বাড়াও
আমার ভাষাহীন নির্বাক চোখ মুহূর্তেই নতজানু হয়।
তোমার চলে যাওয়া পথেরা আলোক ছড়ায়
আমি নিষ্পলক চেয়ে দেখি নিজেকে উজাড় হতে
সূর্যমুখী কিংবা সর্ষে ফুলে হলুদের ছোঁয়া লাগলে
আমাকে মাতোয়ারা করতে এগিয়ে আসে
অথচ হলুদ রং আজকাল বড্ড চোখে লাগে।
আমার সবটা নিয়ে তুমি এগিয়ে যাও
ভরাট শূন্যতা আমি একাকী চলে আসি আমার পুরনো গন্তব্যে
যেখানে তোমাকে ছুঁয়ে দেওয়া হবে না আমার কোনদিন;
শুধু ছুঁয়ে দেখি প্রাণের অন্তরালের গভীর ক্ষতকে
আকণ্ঠ চুমুর শরীরে গভীর দাগটাকেও;
আমার আনত নেত্রে অভিবাদন জানিয়ে যায় তোমার আলোকিত পথ।
এভাবেই বেঁচে যাক কিছু প্রাণ আমার জাগতিক ধ্বংসস্তূপ থেকে,
নিজেকে অপয়ার চোখে বিচার করি, এ প্রেম আমার নয়;
এই ভেবে আলো ছড়াই তোমার হেঁটে যাওয়া পথে
নিম্নগামী আমি আঁধারের কূলে আবারও ঘর বাঁধি।
জানি,এ ঘর আমার একার,একান্ত আমার
আমার নিঃস্ব পৃথিবী আর কোন গল্পের না হোক
আমার দুর্বৃত্ত মন আর কোন স্বপ্ন না দেখুক
এক পৃথিবী ভালোবাসবো বলে আমার ভালোবাসা হয়নি একবিন্দু।
মন খারাপের সংসার
ঠোঁটের উষ্ণতায় তোর আমার সংসার
ঠাণ্ডা কফি মগে উনুনের তাপ দরকার।
আঙুলের ভাঁজে আঙুলের অধিকার
অভিমানী চোখ ছোঁয় বিষাদের পারাবার।
ক্লান্ত বিকেল জানে মাথা নোয়ানো কাঁধে
আমাদের খুনসুটি ঝগড়ায় অবাধে।
প্রতি আবদারে চোখের জল মুছে নিই
দিন শেষে কেউ নেই আছি শুধু আমিই।
ভেজা চুলে বারান্দায় চোখাচোখি যখন
আগলে রেখেছি একমুঠো রোদ্দুরে মন।
অভিমান জমে গেলে ভারী হয় বুক
তুই আমার মন খারাপের অসুখ।
সোহাগের তক্তপোষে তোর আমার সংসার
এখানেই মাঝে মাঝে মন খারাপ দরকার।