ডায়াগোনাল পার্সপেক্টিভস্ — এইচ বি রিতার বই
প্রকাশিত হয়েছে : ১৩ মার্চ ২০২২, ১০:৫২ অপরাহ্ণ, | ৯৪৭ বার পঠিত
উনসত্তরটা ইংরেজি কবিতা নিয়ে এইচ বি রিতার প্রথম ইংরেজি কাব্যগ্রন্থ Diagonal Perspectives-Poetry Tied to the Ribbon of Time —প্রকাশিত হলো এ বছর। যুক্তরাষ্ট্রের ক্যানটাকি রাজ্যের ‘ম্যাককিনলি পাবলিশিং হাব’ থেকে বইটি প্রকাশিতহয়েছে। বইটির প্রচ্ছদ এবং চিত্রকল্প করেছেন, প্রকাশনীর কর্ণধারদের একজন ডন লুম্যান অ্যাগ।
বইটির ফ্ল্যাপ করেছেন সাংবাদিক, লেখক, কলামিস্ট, কবি কাকন রেজা।
বইটি বিশ্বের ছয়টি দেশে আমাজনের মাধ্যমে আপাতত লাইভ করা হয়েছে, যুক্তরাষ্ট্র, জার্মান, ফ্রান্স, অস্ট্রেলিয়া, ইউনাইটেড কিংডম এবং কানাডা।
Diagonal Perspectives-Poetry Tied to the Ribbon of Time —বইটিতে মোট ৬৯ টি কবিতা রয়েছে। কবিতাগুলোকেতিনি সাতটা পর্বে ভিন্ন ভিন্ন বিষয়বস্তু অনুসারে সাজিয়েছেন, যেমন —মহামারী, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, হতাশা, মানসিক ওশারীরিক অক্ষমতা, লড়াই, জীবনবোধ এবং ভালোবাসা।
To see and realize the world,
One needs to emerge from the cavern and take natural air under the open sky.
We have to remember the Creator’s commitment and direction.
By the day’s end, we need to expect another glorious first light;
Conquering different deterrents
Life is lovely after many snags, the delight of living.
কবি এইচ বি রিতা মনে করেন, কবিতা-জগৎ সাধারণত গল্প—উপন্যাস, প্রবন্ধ থেকে একটি ভিন্ন স্থান যেখানে সংস্কৃতি এবং বাণিজ্যের নিয়মগুলি একটু ভিন্নভাবে কাজ করে। আর তাই, তিনি এই ভিন্ন কাজটা করতে প্রতিটা মুহূর্ত এবং অভিজ্ঞতাকে প্রখরবুদ্ধিমত্তার সাথে পরীক্ষা করেছেন এবং তারপরেই লেখনিতে তার অন্তর্দৃষ্টি প্রকাশ করেছেন, যা তার ভাষার কমনীয়তার সাথেপাঠককে মুগ্ধ করবে বলে বিশ্বাস রাখেন।
Diagonal Perspectives-Poetry Tied to the Ribbon of Time —একাধিক মুক্ত চিন্তার একটি কবিতার বই। এই কবিতা গুলি বিশ্বজুড়ে পাঠকদের কাছে তীব্র ক্ষোভ, অভিযোগ, প্রতিবাদ, দুঃখ, সবশেষে একটি সাহসী লড়াই এবং একটি উজ্জ্বল পথের সন্ধান দিবে।
বইটির শিরোনাম থেকে, পাঠক বইটির মৌলিক বার্তাটি মোটামুটি অনুমান করতে পারবেন এবং বুঝতে পারেন লেখক কীভাবেতার বিন্যাসের কারুকার্যের মাধ্যমে সময়কে ধরার চেষ্টা করেন। এইচ বি রিতার কবিতার বিষয়বস্তু যেমন সময়োপযোগী তেমনি শক্তিশালী।
ভযানক করোনা মহামারীতে এপিসেন্টার নিউইয়র্কের কুইন্সের এলমহার্স্ট হাসপাতালটির লাশগুলো যখন গার্বেজ ট্রাকেও জায়গাহচ্ছিলো না, তখন দুঃখ-ভারাক্রান্ত আতঙ্কিত মনে এইচ বি রিতা তার Elmhurst Hospital in March কবিতায় লিখেন,
Who wants to die?
Religious people were engrossed in prayer,
Some people died before they could die;
with fear of pandemic.
Nature gradually blurred the green.
NY turned into a spooky city without light snd air.
Clockwork was taking many life
The body in the garbage truck with a horrible history Nobody knows how many loved ones were left;
In the garbage truck.
সামাজিক-রাষ্ট্রীয়—প্রশাসনিক দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ এইচ বি রিতা খতিয়ে দেখেন বিশ্বের সর্বাধিক সমালোচিত অ্যালাবামা কারাগারটিতে, এখনো সেই একই নিয়মে চলে মাদকতা, হিংস্রতা ও মৃত্যুর বর্বরতা।
Alabama Prison” কবিতায় তিনি লিখেন,
Toward the finish of the long term sentence,
Mr. Ingram, who longed for taking in outside air finally, entered into Alabama’s 58th jail murder list.
তিনি লিখেন,
Untrustworthy jail monitors take many lives.
Some detainees pass on in the washroom, some in the electric chair!
Alabama Prison in Crisis
The established freedoms of ordinary detainees; go into infringement.
শীতের রাতে না খেয়ে পথে শুয়ে থাকা মানুষ দেখে ব্যাতিত মনে তিনি লিখেন, The Man on the Sidewalk কবিতাটি।
The man was lying on the street of Flushing
I was running towards the market in the scorching heat of the sun
Glimpsing to him, I found him hungry
I said, Hey! Can you sit up!
I will bring you food!
জীবনের কঠিন বাস্তবতায় কখনো কখনো আমরা হতাশাগ্রস্থ হই। মন বিষণ্ণ হয় প্রিয় পরিবার সন্তানকে ছেড়ে যাবার ভয়ে।
এমনই ভয় বিষণ্ণতার একটি ছাপ আপনারা দেখতে পাই তার If I am blind Tomorrow কবিতাটিতে।
If I am blind tomorrow,
I might only feel and touch my child to tie the knot in affection kiss.
Misery days all will be dull
Remarkable individuals, who never adored me,
They will likewise balance my work of art on the page.
The poem that was tossed into the dustbin,
Will be inebriated by any artist abstract specialist’s.
Jealous women will be flexible without quarreling
And will cry for me, love again.
জীবনকে একটা যুদ্ধক্ষেত্র বলে ভাবেন এইচ বি রিতা। এবং এখানে সবাই সৈনিক। এই লড়াই অনিবার্য। শারীরিক ও মানসিকনানান অক্ষমতার সাথে লড়াই করে টিকে থাকাকেই সাহসী সৈনিকের বিজয় বলে ধরে নেন এইচ বি রিতা। লড়াইয়ের সাথে খুবঘনিষ্ঠ উপলদ্ধি থেকে কখনো হার না মানাকে সমর্থন করে তিনি লিখেন ‘I Won a Disease Lottery!
Today, I am genuinely debilitated.
Today I need to slither to get up.
Today I am not suitable for an ordinary day-by-day life.
Today I live in torment,
I have no green, no yellow
What’s more, everything is dark to see today.
It isn’t easy to battle like this constantly
No! Not at all!
Yet, I’m doing.
When it’s all said and done,
tomorrow isn’t the day
Today is the day. Furthermore,
I guarantee that consistently I will proceed with this way
I will wear boots once more.
I will take my mom to the specialist.
I will screw with my two adorable children once more.
Still’s Disease discard me regularly;
Yet, it won’t ever keep me down!
সকল লড়াই ও আঁধার শেষে আবারো ভোর আসে, সূর্য উদিত হয়। সোনালী আলোর আভায় নতুন একটি দিনের প্রস্তুতি নিতেহয়। বেঁচে থাকা সুন্দর মনে হয়। তাই বইটির শেষে, Life is Beautiful কবিতাটি আমাদেরকে তাই উত্থাপন করে—
To see and realize the world,
One needs to emerge from the cavern and take natural air under the open sky.
We have to remember the Creator’s commitment and direction.
By the day’s end, we need to expect another glorious first light;
Conquering different deterrents
Life is lovely after many snags, the delight of living.
এইচ বি রিতা, একজন কবি, লেখক, কলামিস্ট, সাংবাদিক, শিক্ষক। তিনি বিশ্বের মানুষ এবং মানুষের সাধারণ জীবন যাপনেরসাথে খুব গভীরভাবে জড়িত। উচ্চ পড়াশুনা সম্পন্ন করেছেন তিনি নিউইয়র্কে। পেশাগতভাবে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের সাথে কাজ করছেন দীর্ঘ ১৫ বছর যাবত। বর্তমানে কাজ করছেন নিউইয়র্ক সিটির শিক্ষা বিভাগের এডমিনিস্ট্রেটিভএসিস্টেন্ট হিসাবে। অসহায় দুস্থদের সহায়তায় তিনি ২০১৪ সাল থেকে বাংলাদেশে থিংকিং দ্য হিউমানিটি নামক একটি নন —প্রোফিট অর্গানাইজেশন পরিচালনা করে আসছেন। অন্যের যে কোন সঙ্কট বা ব্যথায় তিনি ব্যাথিত হোন। আর তাই তারঅন্তর্দৃষ্টি উপলব্ধিশীল যা তার লেখাতে দুর্দান্তভাবে সুনির্দিষ্ট এবং গীতিময় হয়ে উঠে।
Diagonal Perspectives —Poetry Tied to the Ribbon of Time —বইটিতে লেখক একটি নির্দিষ্ট সময়ের বিভিন্ন ঘটনা, পরিবেশ পরিস্থিতি তার বিচক্ষণতায় চমৎকার কাব্যিক ভাষায় বর্ণনা করেছেন। লেখক তার মুহুর্তের অভিজ্ঞতাগুলোকে সময়েরফিতায় আঁটসাঁট করে বেঁধে রাখার চেষ্টা করেছেন।
এছাড়াও, ৯৮ টি কবিতা নিয়ে ২০২২ এর বইমেলায় এসেছে এইচ বি রিতা’র আরো একটি বাংলা কাব্যগ্রন্থ আকাশের বুকেঅগ্নিস্রোত। বইটি যথেষ্ট মুক্ত চিন্তা এবং মুক্ত ফর্মের একটি কবিতার বই।
আকাশের বুকে অগ্নিস্রোত এইচ বি রিতা’র প্রকাশিত ৫ম বাংলা কাব্যগ্রন্থ। অন্যধারা প্রকাশনী থেকে প্রকাশিত অনন্যকাব্যগ্রন্থগুলো হলো— মৌনতা, কবিতা তুমি ভবিতব্য কষ্টের প্রতিচ্ছবি, রক্তাক্ত নীল এবং দুঃখ জলের লহরী।
এছাড়াও অন্যধারা প্রকাশনী থেকে এইচ বি রিতার প্রথম উপন্যাস ‘বিনু’ প্রকাশিত হয় ২০১৯ সালে। তার প্রথম প্রবন্ধ’জোনাকির ডাকবাক্স’ এবং ‘বার্ডস অফ প্যারাডাইস’ নামক আরো একটি সম্মিলিত কাব্যগ্রন্থ প্রকাশিত হয়ছে ২০২১ এরবইমেলায়, প্রিয়বাংলা প্রকাশনী থেকে।
আমাজনে বইটির লিঙ্ক—
যুক্ররাষ্ট্র—
পেপারব্যাক—
https://www.amazon.com/dp/B09TWW4NCT/ref=cm_sw_r_apan_glt_i_SEGB1SZQD0HHQMER8D4T
হার্ডকভার— United States of America
https://www.amazon.com/dp/B09TYM7FQW/ref=cm_sw_r_apan_glt_i_9SH6Q5YVNR47NXAPFEK1
ইউনাইটেড কিংডম (পেপারব্যাক)
https://www.amazon.co.uk/dp/B09TWW4NCT
জার্মানি—
পেপারব্যাক—
https://www.amazon.de/dp/B09TWW4NC
হার্ডকভার—
https://www.amazon.de/dp/B09TYM7FQW
ফ্রান্স (পেপারব্যাক)—
https://www.amazon.fr/dp/B09TWW4NCT
কানাডা(পেপারব্যাক)—
https://www.amazon.ca/dp/B09TWW4NCT
অস্ট্রেলিয়া (পেপারব্যাক)—
https://www.amazon.com.au/dp/B09TWW4NCT