প্রাণেশ্বরী মা ও তিথিতীর্থমায়া । তিথি আফরোজ
প্রকাশিত হয়েছে : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১১:৩৭ অপরাহ্ণ, | ৪৬৭ বার পঠিত
পিপাসা
তোমার যাবতীয় পিপাসা আমিই মিটাবো;
জানো তো, এখানে কুসুম তিথিতে শেফালীর ডালে
ডুমুর ফুল ফোটে। লতানো রক্তজবার রেণু দুলে উঠলেই
লক্ষ্মীপ্যাঁচাটা স্থির তাকিয়ে থাকে মঙ্গলের আশায়।
আমি আকাশ থেকে মঙ্গল প্রদীপ নামাবো বলেই
খনার জিহ্বা গজিয়ে ফেলেছি পুনঃবার।
তোমার সকল সাধ অবলীলায় শুধু আমাকেই বলো;
আমি শখের তোলা আশির উর্ধ্বে ক্রয় করে রেখেছি পরম যত্নে।
এক জীবনের সকল অবগাহনে ফুরাবার নয় প্রলম্বিত সমুদ্র স্রোত।
অবগুণ্ঠন খুলে সূর্য উঠার আগেই জেগে আছে মহাপৃথিবীর স্বর্গ।
সুরার পেয়ালা তৈরি আছে ইস্কের ভাণ্ডারে:
সুবেহ-সাদিকের আগেই পান করে নাও,
মেটাও পিপাসা।
প্রাণেশ্বরী মা
ক্যামন করে পারি দিবো
কংকর সাগর গহীন পাথার
উপায় বলো কান্ডারি গো
দুঃখীর দরদী আমার
প্রাণেশ্বরী মা
জীবন নদীর প্রতি ঘাটে
নানান জাতের হাঁট
সেই হাঁটের কেনা বেঁচায়
হরেক পদের ফাঁদ
আমি সুখের আশায়
ছাড়লাম তরী
সুখ হলো এক উড়াল পরী
দিবানিশি খুঁজে মরি,
আজব ভ্রমের দুনিয়ায়
কোথায় যাবো ক্যামনে পাবো
উপায় বলো মা, কান্ডারি গো
দুঃখীর দরদী আমার
প্রাণেশ্বরী মা
তিথিতীর্থমায়া
গুচ্ছ গুচ্ছ জীবন উছলে পড়লে জীবনের উপরে
সহস্র তপ্ত পথের কিনারে বর্ণিল ছায়া উড়ে আসে আকাশে;
এখানেই নক্ষত্ররাজি এখানেই আত্মার বিনিময়,
ঝড়ে পড়ে প্রশান্তির ঘ্রাণ। রাশি রাশি কল্লোলিত প্রাণ,
প্রণোদিত শীতলক্ষ্যার গান।
২.
উড়েছে রঙিন হাওয়া, তুলেছি পাললিক পাল;
ঠিকানায় ঘুমায় তরী, মাস্তুলে বয় সুখ।
মহুয়ার মনোহর নীড়ে সুবাসিত বেলী ও বকুল।
৩.
তৃষিত দৃষ্টি প্রস্ফুটিত সূর্যের আভায়
আবিষ্কার করে—
তৃপ্তির মঞ্জিলে নবরত্নের ব্রহ্মাণ্ড।
৪.
জীবনের জয়গানে প্রিয় হাসিমুখের সুখ
উজ্জীবিত প্রাণের গান শোনায়;
ছোঁয়াচে আত্নার আলো ভেসে ওঠে ঠোঁটে
৫.
ভোরের আভায় ভেসে
পাখির গানে এসে
ক্লান্তির নিগুঢ়ে বসো
চোখের পাতা ছুঁয়ে
ঠোঁটের জাদু মেখে
বিছিয়ে পরশপাটি
বুকে সাজিয়ে রাখো।
ওড়ার কৌশল
একটা বালুর ঘর অথবা কাগজের নৌকা
চারু ও কারু ক্লাসে শিখাতে পারি।
শিক্ষক সব শিখাতে পারেন
কিভাবে পাতার নিচে আঠা দিয়ে ফুল বানানো যায়
আর ছেঁড়া কাগজ দিয়ে স্বপ্নের মেঘ।
আমি সাদামেঘের ভেতর উড়তে চেয়েছিলাম
কৌশলটা শিখাতে পারেননি আমার জীববিজ্ঞান শিক্ষক।
কিন্তু আমি উড়েছি, উড়ছি সাত স্তবক আসমান
মেঘেদের দেশ আমার খুব চেনা।
যে বৃষ্টি ঝরে অথবা ঝরবে ঝরবে করছে
তাদের ইতিহাস আছে আরও আছে প্রেম।
তুমি উড়তে, বসবাস করতে
অথবা অঙ্গে মেখে মজা লুটতে পারবে
শিগগিরই যোগাযোগ করো
এসো ফুলেদের হিম-সন্ধ্যায়
যেখানে থোকা থোকা প্রেম থাকে
ফুল আর প্রেম
প্রেম আর ফুল
শেখাবে কৌশল।