আমি এক আউশের ক্ষেত । মিসবাহ উদ্দিন
প্রকাশিত হয়েছে : ০৯ জুলাই ২০১৯, ১১:৫৬ অপরাহ্ণ, | ২২১৯ বার পঠিত
আমি এক আউশের ক্ষেত
রেটরিক শহরের অসহ্য ফোবিয়ায়
পিতৃহীন সিঁড়িঘরের ভিন্টেজ তাকিয়ায়
শুয়ে শুয়ে দেখতেছি কিউব, ক্রনিকল, মুগ্ধতা
ধেনোসুর কোকিলের মেটালিক সিমুলাক্রায়
জ্বলতেছে নিয়ন
ফুটতেছে খুব উত্তর-পুরাণ মৌসুমী ফুল
উড়তেছে যত লং-গন রূপকথা,
ইথোফেনে পাকানো বেলুন
আর
ঘনঘোর পোস্ট-আরবান ভিজ্যুয়ালের ব্যাকডোরে সমবেত
ভ্রাম্যমাণ অসুখদের অসহ্য সমলয়ে
গাইতেছে গান মাছিদের কলরব হতে আলগোছে
বিচ্ছিন্ন হওয়া আমার সমকালীন খণ্ডিত সমগ্রতা
এমত সময় এখন
দালানের ম্যাক্রোকজমিক জিহ্বার উপর জমতেছে ইতিহাস-উত্তর শ্যাওলা
বিষাদের পায়ে আর হাতে লেখা হইতেছে প্রজনন ঋতুর শ্রেণিবিন্যাস
হাতের তালুতে ঝুলে থাকতেছে মৃত আর বিষণ্ণ বাদুড়
পারসেপশনগুলো ক্রমশ হয়ে উঠতেছে বিন্যাসবিরোধী অভিজ্ঞতা
অভিজ্ঞতাগুলো নিয়ে যাইতেছে নিজ নিজ পোশাক
পোশাকি নাম
আমি এক উত্তর-দহন মৃতপ্রায় জীব
হারায়ে যাইতেছি ডেল্টা আর আল্ফা ওয়েভের মাঝামাঝি কোনো অজানা তরঙ্গে
আর নিতান্ত মূর্খতাহেতু
ফ্যালাস আর ফ্যালাসহীনতার থকথকে স্রোতে
কাটতেছে সাঁতার অজস্র পোস্ট-হিউম্যান আ্যভাটার
এইসব মেটা-ন্যারেটিভ স্বীকার আর অস্বীকারের উপরে বসে
দুইহাত তাশ খেলে আজকের এই অসহ্য বিকালটাকে গুডবাই বলে দিতে চেয়ে
সংখ্যাতত্ত্বকে দর্শন জেনে আমি আর আমার পাঠক
যৌথ সমুদ্রযাত্রায় খুঁজতেছি আমাদের একান্ত নিজস্ব শূন্যতা
গতকাল ছিলো এক আশ্চর্য ইল্যুশন
পিতামহ পিতা আর পুত্রের লেগেসি জেনেও
আমি ঠিক আজকের সন্ধ্যাটার সাথে তোমার বৃত্তাকার তুলনাচিত্রের ভিতর ঢুকে মহাকালে মিশে যেতে রাজি।
আমি এক আউশের ক্ষেত
মাতামহী, মাতা, আর কন্যাদের চিরকালীন ফলনশীলতাসমেত
আমি এই পোস্ট-পোস্ট-পোস্টনেসের ভিতর তোমার এই মুহুর্তটা হওয়ার অপেক্ষায় একটা বিলবোর্ডে আমার আ্যভাটার সেঁটে শুয়ে আছি আমার নির্ভেজাল ভিন্টেজ তাকিয়ার উপর।