ঘোড়ার ডিম অথবা প্রতিষ্ঠানবিরোধী কবিতা । আহমদ সায়েম
প্রকাশিত হয়েছে : ০৬ জুন ২০১৯, ১:৩২ অপরাহ্ণ, | ১৮২৫ বার পঠিত
*।*।*
শিলাপাথর দিয়ে যে কঠিন অঙ্ক ভাঙতে বসেছ
তা দেখে হয়ত নীলকন্ঠ পাখির একটা বাসা
আঁকা যেতে পারে,
তবু আঁকা যাবে না চুম্বনের প্রথম শব্দ ও অনুভুতি…
*।*।*
দৃষ্টির প্রশ্রয়ে হেঁটে যাচ্ছে স্বপ্ন, তবু প্রহেলিকায় আটকে
থাকে প্রকৃতির আয়ুর সমান-ই পায়ের গল্প
তবু কথা রয়ে গেছে
প্রেমিকার সাহসী ভালোবাসায়…
*।*।*
ইচ্ছেরা নানান স্বপ্নে মগ্ন হয়ে খেলে প্রেমিকার রঙিন প্রচ্ছদ
খেলায় ব্যর্থ হলে দেখা মিলে
— ব্যর্থতার হাসি
পড়া হয় কাগজের চশমায় কিছু পুরাতন স্মৃতি…
*।*।*
নিজেকে ঠকানোর একটাই উপায়, অন্যকে ঠকান
দেখবেন সে চলে গেছে নিচতলা থেকে দোতলায় আর নিজেকে
দেখতে পাবেন
তারই কাছাকাছি তবে আগের চেয়ে আরেকটু দূরে…