কান্নার রঙ আকাশ । শামসুল হুদা মুস্তফা প্রহরী
প্রকাশিত হয়েছে : ০৫ জুন ২০১৯, ১১:৩৯ পূর্বাহ্ণ, | ১৪২৬ বার পঠিত
কান্নার রঙ আকাশ
১৬ জ্যৈষ্ঠ, ১৪২৬ বঙ্গাব্দ ।
২৪৪৩০০৫১৯
প্রিয় বরেষু,
জীবনের সব গল্পই একরকম হয় বলেই কি জীবনের রং ধূসর ! সব কিছুই কেমন যেনো ফ্যাকাসে, শেষ বলে কিছু নেই তবুও শেষটা কেমন জানি ।
জীবন আমার খুউব একটা ভালো যাচ্ছেনা । যেনো নীল আকাশ থেকে খসে পরছি অন্ধকারে । খুউব অন্ধকারে ডুবে যাচ্ছি । মাথার ভিতরে যন্ত্রণা সব ফুটন্ত গরম পানির মতো ফুটে চলছে । এই সব বড় কষ্ট লাগে, জাহান্নামের আগুনে পতিত হওয়ার মতো অসহায় লাগে ।
যে খা নে ঈ শ্ব রো স হা য় ন ন ।
খুউব শূন্য হয়ে আছে হৃদয়, একটা হলদে শুকনো পাতার মতো একটু একটু করে মরে যাচ্ছি । এই ব্রম্মান্ডে এ্যাকা এ্যাকা বেঁচে মরার নাম কি জীবন ! যদি তাই হয় তবে আমি বহু আগে মরে গিয়েছি ।
এ্যাতো এ্যাতো প্রাণের ভিড়ে অনুভূতি শূন্য, প্রেম শূন্য, ভালোবাসা শূন্য । আর মায়া বড্ড পানসে । শেষ কবে ভালোবেসেছি, প্রেমে পরেছি, মায়ায় ডুবেছি সবকিছু ভুলতে বসেছি । ভুলতে বসেছি সেই নারীকে – যে নারী আজও আমায় পাগলের মতো ভালোবাসে, অপেক্ষা সাজায়, অবহেলা জেনেও চুমু খায় । সব কিছু মোহ জেনেও জড়িয়ে ধরে আটকে রাখতে চায় ।
আ মি পা রি না ।
আমি পারিনা, পারিনা খুউব করে প্রেমে পরতে, ভালোবাসতে, মায়ায় জড়িয়ে থাকতে । আমি যে পাষাণ ! কতবার বলেছি, ফিরে যাও – এখানে আমিটা আমি নই – আমার কাছে কিছু ন্যাই শূন্যতা ছাড়া ! সে কেঁদে উঠে – আমার শূন্য বুকের উপর । সে ঘুমোয় আমার শূন্য হৃদয়ে ।
সে আমায় প্রেমিক হতে বলে কিন্তু আমি তো প্রেমিক হতে গিয়ে হারিয়ে যাই । কোথায় হারাই ! কেনো হারাই ! কার জন্য হারাই জানিনা, জানি শুধু হারিয়ে যাই কাঁদতে পারিনা বলে ।
আ মা র কা ন্না র রং আ কা শ ।
আমি আকাশ পাতাল চোখে মাখিয়ে জাহান্নামে বৃষ্টি নামাই । সেই বৃষ্টি ফুটন্ত শীলা হয়ে আমার হৃদয়কে জ্বলসে দ্যায় । আমি চিৎকার করে উঠি ! এখানে জীবন ন্যাই, প্রেম ন্যাই, ন্যাই ভালোবাসা ! আছে কেবল এক নক্ষত্র শূন্যতা ।
আবার নিঃস্ব হতে চলেছি ! নিঃস্ব নাকি মৃত্যুকে আলিঙ্গন ! যদি বুঝাতে পারতাম, যদি দেখাতে পারতাম, কতশতবার মরে গিয়েছি ! তবে আর কতবার মরে গ্যালে এই নিঃস্বতার হবে শেষ ! যদি সব কিছুর রং থাকতো তবে নিঃস্ব নামের রং দিতাম বেগুনী ।
আমি বেগুনী হয়ে যেতাম ! আমার বুকের ভিতর জ্বলন্ত সূর্য্যকে খামচে ধরে ডুব দিতাম জলে । হতাম রঙিন মাছ ।
তারপর ভেসে যেতে যেতে ভেসে যেতে যেতে… !
ইতি
প্রহরী