ইকেবানা । ভাষান্তরঃ কল্যাণী রমা
প্রকাশিত হয়েছে : ১৩ মার্চ ২০১৯, ৯:৩০ পূর্বাহ্ণ, | ১৭৭৭ বার পঠিত
পচে যাওয়া উইলো গাছের ফাঁকে
সিকেডা পোকা গান গায়।
জ্যেষ্ঠা, সেই আগুনে তারা
পশ্চিমে ঢলে পড়ে।
মূল : Anonymous
যখন আমি প্রথমার
নতুন চাঁদ দেখি, গোধুলির আলোয় আবছা,
যে মেয়েটিকে কেবল একবার দেখেছিলাম
তার ভ্রমরের মত ভুরুর কথা মনে পড়ে।
মূল : YAKAMOCHI
যেখানে পীচ ফুলেরা
নিচের পথটাকে আলোকিত করে,
সেই বসন্তের বাগানে
একটি মেয়ে হেঁটে যাচ্ছে।
মূল :YAKAMOCHI
তাগোর সমুদ্র সৈকতের পাশ দিয়ে
আমি যাচ্ছিলাম, দেখলাম
বরফ পড়ছে, পবিত্র সাদা
ফুজি পাহাড়ের চুড়ায়।
মূল :YAMABE NO AKAHITO
যখন আমি বসন্তের মাঠে
ভায়োলেট ফুল তুলতে গিয়েছিলাম,
আমার এত ভালো লেগেছিল যে
সারা রাত ওখানে কাটিয়ে দিলাম।
মূল : AKAHITO
ভেবেছিলাম কাল যাব
বসন্তের মাঠে
কচি সবুজ শাকপাতা তুলতে।
কাল সারাদিন বরফ পড়েছিল।
আর আজও সারাদিন বরফ পড়ছে।
মূল : AKAHITO
শূন্য পাহাড়ে
বাঁশপাতার মত ঘাসের পাতা
বাতাসে মর্মর শব্দ তোলে।
আমি একটি মেয়ের কথা ভাবি
যে এখানে নেই।
মূলঃ HITOMARO
এক দমকা বাতাসে শরতকালের
ঘাসের উপরের সাদা সাদা শিশিরকণা
ছিঁড়ে যাওয়া মালার মত ছড়িয়ে ছিটিয়ে পড়ে।
মূলঃ Bunya No Asayasu
যদি শরীরে জড়িয়ে থাকা
সাগরকন্যার ভেজা শাড়ির মত
তোমার কাছাকাছি থাকতাম।
সবসময় তোমার কথা ভাবি।
মূল : AKAHITO
আসুকার স্থির জলের উপর
কুয়াশা ধোঁয়ার মত উঠে আসে
স্মৃতি অত সহজে
সরে যায় না।
মূল : AKAHITO
গ্রীষ্মের মাঝামাঝি চাঁদটার নিচে
ফুজিয়ামা পাহাড়ে
বরফ গলে পড়ে, আবার ঝরে
একই রাতে।
মূল:AKAHITO