গলা উঠাও কিশোর, শুদ্ধতার চিৎকার শুনুক পৃথিবী । আহমদ সায়েম
প্রকাশিত হয়েছে : ০৬ আগস্ট ২০১৮, ৮:৩৮ অপরাহ্ণ, | ১৩৫৩ বার পঠিত
we want justice
ক
বৃষ্টির ফোটা মাথায় নিয়ে ১৮ নেমেছে রাস্তায়, অধিকার, ন্যায়বিচার ও দায়িত্ব বুঝে নিতে, ইতোমধ্যে লাশের ঘরে জমা দিয়েছে তাদের ভাই ও বোনের গুচ্ছ গুচ্ছ স্বপ্ন, রাষ্ট্রের মাথায় এখনো ফুলেল গন্ধ, মন্ত্রীর মুখে হাসির ফোয়ারা, রাস্তায় ছাত্ররা দাবি তুলেছে ‘আর কোনো মৃত্যু নয়, জীবনের মুগ্ধতা গুলো যেন স্থিরতা পায়’, তারা জানে রাষ্ট্রনায়করা কতোটা অক্ষম ভাবে ‘গাড়ি চালাচ্ছেন’, তারা চালকের চেহারায় পড়ে নিতে পারে দেশের চরিত্র, এই ক্ষমতার ভাষা-যে কতোটা লাল তা যে কোনো সম্পর্কের মাঝেই পড়া যায়, — দেশটা তাদের হাতেই শুদ্ধ হবে, অন্য সব ভুয়া…
খ
আঠারো ভুল করে, ভুলই তাদের শক্তি, তাদের ভাষা বড়দের মতো নয়, কি করেই বা হবে!! ভুল শিক্ষা ও মিথ্যা কথার রাজনীতি দেখে-দেখে শিশু থেকে কিশোর হয়েছে, তারা জানে প্রধানমন্ত্রীর কথাও যে ভুয়া… দেশটা কিশোরদের হাতেই শুদ্ধ হবে, অন্য সব ভুয়া…
গ
বড়দের শিক্ষাতে যদি আরও কিছু পথ লাল করতে হয় তবে তাই হোক, রফিক সালাম ও বরকতের পথ-তো লালই, তাদের শক্তি সাহস নিয়ে বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষার জন্য যদি ফের যুদ্ধে নামতে হয়… গোলা-বারুদ দেখে ভয় পাওয়ার তো কিচ্ছু নেই, চাকার নিচে প্রান দিতে যাদের বুক কাপে না, দেশটা-তো তাদের হাতেই শুদ্ধ হবে, অন্য সব ভুয়া…
ঘ
কাজ করলে ভুলই হয়, ভুলটাই জরুরী বেশি, ভুল থেকে আলো ফোটাও, গলা উঠাও কিশোর, গোলা-বারুদের শব্দ উঠবে কেন, শুদ্ধতার চিৎকার শুনুক পৃথিবী…
— দেশটা তাদের হাতেই শুদ্ধ হবে, অন্য সব ভুয়া…
সোমবার, ০৬ আগস্ট ২০১৮, ২২ শ্রাবণ ১৪২৫