ঠাণ্ডাগরমের বৈশাখ । আহমদ সায়েম
প্রকাশিত হয়েছে : ১৪ এপ্রিল ২০১৮, ১১:২১ অপরাহ্ণ, | ১৫১৯ বার পঠিত
বৈ.
বাচ্চারা পান্তা খাবে না, বাতাসা, কদমা,
মুরালি নিয়ে পকেট ভরবে
তারা ইলিশ ও
. খাবে না
মুখে মুখোশ-পড়ে ভয় দেখাবে
দাদুর নীরবতা…
শা.
বৈশাখে পান্তা খাব? সূর্যটাই খেয়ে
. নেবে ভোরের শরীর
যে ভাবে ভাজা মরিচের ঝাঁজ লাগছে গায়
আর পান্তা খেতে হবে না, সূর্যের ঝাঁঝেই
তৃপ্তি এসে গেছে…
খ.
শিল্প-সংস্কৃতির বিছানায় শোয়ানো বাংলামাস
ইলিশ আর পান্তা-তো এক
. সূত্রের সম্পর্ক…
বৃষ্টির ফোঁটায় যে পুষ্টি জাগে-গায়ে
তাতে এই ঠাণ্ডাগরমের নববর্ষ-তো জানানোই যায়
শুভ নববর্ষ…