পেন্সিলে স্কেচ । সাদিয়া রাহাত আফলাহ
প্রকাশিত হয়েছে : ১৩ মার্চ ২০১৮, ১১:২৪ পূর্বাহ্ণ, | ২৭৯০ বার পঠিত
পেনসিলকেই বন্ধু হিসেবে নিয়েছেন আফলাহ, কখনো গাছ কখনো ফুল, টিভি বা যে কোনো বই থেকে ভালো লাগা চিত্র বা মুখ বেচে নেন স্কেচ এর জন্য। শিশুমনে যা আসে তাই চিত্রাঙ্কনে ব্যস্ত রাখেন নিজেকে। পেন্সিল নিয়ে আড্ডা দেয়ার জন্য সময় বেধে রাখা নেই, যখন যেমন খুশি বা নিজেকে ফিরে পাওয়ার জন্যও পেন্সিলের-সঙ্গ আনন্দ দেয়। আফলাহ স্কুলে শেষ সিঁড়িতে আছেন, কলেজ জীবন শুরু হয়ে যাবে আর মাস দু একের মধ্যেই। নতুন ব্যস্ততার মাঝে আনন্দ আঁকবেন স্মৃতির পাতাগুলো। আমরা তার কয়েকটি কাজ নিচ্ছি, আশা করছি এই প্রদর্শনী অন্তত শিল্পীর মনে নতুন বর্ণিল দৃশ্যচিত্ররেখার স্পেস খোঁজে পাবেন। রাশপ্রিন্ট