গাছপীর, ৩ ডৌজ । মহসিন রাহুল
প্রকাশিত হয়েছে : ০৮ ডিসেম্বর ২০১৭, ১১:২০ পূর্বাহ্ণ, | ১৫৮৯ বার পঠিত
বর্ষায়, গাছপীর
আমাদের ডরমিটরির
ঢেউটিন বাংলাদেশের
দ্রাঘিমা রেখার উপর
আমাদের দেখতে পাচ্ছো?
হন্তদন্ত কিছু
জারুল গাছের পাতা
সঙ্গে খেলনা স্রোতে
দুঃখী আনহিলিডা :
কিছুটা প্লেটোর স্মৃতি
কিছু তার জাক ডেরিডা —
পাগলের সঙ্গে ডুবে
সকলের কবর হচ্ছে?
বর্ষার বনভূমিকায়
লর্ডের চুমার মতো,
গাছপীর, সঙ্গোপনে
দ্রাঘিমা লেপ্টে দিচ্ছো?
বৃষ্টির অন্ধকারে
বাংলাদেশের আকাশ
আমাদের হারিয়ে ফেলছো?
গাছপীর, তুমি
গাছপীর তুমি জঙ্গলের
বাদশাহ
অস্পষ্ট কিন্তু
গন্ধ
আসো তুমি ভেসে
বন্ধু, রাজা,
শালবনে।
আমারে খাইতে আসে
মাঘের কিনারে
জ্যোৎস্নায়
নরমুণ্ডভোজবলী,
টার্টুম-নাখোলা নামে
দাঁতাল জংলী
কতগুলা।
নিমেষে আমারে করো তুমি
দিয়ে ছদ্মবেশ
আডাবেন টাটালি উমার নাম
ইজিপ্টের দুঃখী
দরবেশ
মাংস নাই দেহ নাই
সে হয় ছাই, উড়ন্ত ধারণা।
বিপদে রক্ষো
তাপ হরণিয়া বন্ধু, মাই লর্ড, বাবা
সমগ্র গাছের শীর্ষে
তোমার অস্পষ্ট কা’বা।
উড়পাগলা,
জটাধার,
শুধু ঘ্রাণে ঘ্রাণে আসো তুমি
অন্তরে আমার।।
বাবা গাছপীর
বাবা গাছপীর
দিলো কিরিচকদম ফুল
বর্ষণঘন রাস্তা পিছল
সর্পবহুল দেশে
মৌর্যযুগের মিনার চূড়ায়
ব্যঞ্জিত হয়ে ভঙ্গুর হয়ে
আসে ভেসে
খঞ্জমধুর গান।।
সে গানে বিঁধাও কিরিচ
ফুলকিরিচের ফলা
বাবা গাছপীর করো খেলা
বর্ষারাত্রি লোহুলাঞ্চনে
করো পান করো পান
মহাজগতের দাঁতাল ভয়ের বেলা।।