মানবীয় সম্পর্কের জটিলতার গল্প ‘ডুব’ । আফরোজা সোমা
প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০১৭, ১১:৩০ অপরাহ্ণ, | ২৫০৮ বার পঠিত
ফারুকীর সাথে দর্শক হিসেবে আমার পরিচয়
“We can express our feelings regarding the world around us either by poetic or by descriptive means. I prefer to express myself metaphorically.”
আন্দ্রেই তারকোভোস্কির এই বচনখানি দিয়ে, বর্তমানে বাজে রকমভাবে সমালোচিত চলচ্চিত্র, ‘ডুব’ সম্পর্কে আলোচনা শুরু হতে পারে। রুশ নির্মাতা তারকোভস্কি বলেছেন, তিনি নিজেকে রূপকার্থে তুলে ধরতেই পছন্দ করতেন। আর ডুব দেখে আমার মনে হলো, মোস্তফা সরয়ার ফারুকী নিজেকে তুলে ধরেছেন কাব্যিকতায়।
ডুব নিয়ে আমার বক্তব্য প্রকাশের আগে কয়েকটি কথা বলে রাখা প্রাসঙ্গিক মনে হচ্ছে।
এযাবৎ, ফারুকী নির্মিত কোনো সিনেমাই আমার বিশেষ ভালোলাগেনি। ব্যাচেলর তো লিবিডো তাড়িত একদল মানুষের অবদমনের চটুল গল্পের কুড়মুড়ে উপস্থাপন। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারও সেই থোড় বড়ি খাড়া খাড়া বড়ি থোড়! একা নারীর লড়াইকে ফুটিয়ে তোলার নামে সিনেমাতে যেভাবে, যা দেখানো হয়েছে তাতে লড়াই কতটা এসেছে আর বাতুলতা কতখানি এসেছে তা নিয়ে প্রশ্নের সুযোগ আছে। টেলিভিশন চলচ্চিত্রের গল্পটি সুন্দর। কিন্তু এটিও সেই টেলিফিল্মের ছাপমারা। তিশার ঠোঁটের কোণে ভাঁজ ফেলানো অতি ব্যাবহৃত সেই অভিব্যাক্তি; মোশাররফ করিমেরও সেই গৎবাঁধা উপস্থাপন।
অকপটে বলছি, ফারুকীর সিনেমাকে আমার মনে হতো গভীরতাহীন, চটুল, আর বাজার ধরার সিনেমা বানানোর সফল কৌশল। এই অনুভূতির কারণে আর পিপড়াবিদ্যা দেখতে যাইনি। কারণ গড়পড়তা ফর্মুলা সিনেমার বাইরে যে কিছু হবে না এমন একটা ধারণা জন্মেছিল মনে। একই ধারণা জন্মেছিলো ডুব সিনেমার ট্রেইলার মুক্তি হওয়ার পরেও। বিশেষত, ডুব-এর প্রচারণার কৌশল হিসেবে হুমায়ূন আহমেদ এবং তার পরিবারগুলোকে পরোক্ষে সম্পৃক্ত করাটা ভালো লাগেনি। হুমায়ুনকে ঘিরে হাইপ তৈরি করাটাকে একধরণের চাতুর্য বলেই বোধ হয়েছে।
ডুব দেখতে যাবো— এমন ভাবনা ছিল না। কিন্তু ডুব মুক্তি পাবার পর প্রথম দুই দিনে ফেসবুকে চোখের সামনে যত মন্তব্য এসেছে তার প্রায় শতভাগই দেখেছি নেতিবাচক। দর্শকদের এতো বিবমিষাভাব আর অসন্তুষ্টি দেখে আমি মনে-মনে যুগপৎ বিস্মিত হয়েছি এবং খটকায় পড়েছি। বিস্মিত হয়েছি এই ভেবে যে, চানাচুরের মতন ক্রিসপি সিনেমা বানিয়ে এতোদিন উপচে পড়া দর্শক হলে টেনেছেন যে ফারুকি, হঠাৎ কী এমন হলো যে, লোকে আর তার সিনেমা নিচ্ছে না! নাকি তিনি লোক টানার মন্ত্র ভুলে গেছেন! আর খটকায় পড়েছি এই ভেবে যে, নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে। নইলে ফারুকীর মতন চলচ্চিত্রকারের সিনেমা নিয়ে এমন রিভিউ কেন আসবে! কিন্তু ধরতে পারিনি সেই খটকার ব্যাপারটা কী!
তাই, চোখের সামনে ডুব নিয়ে দর্শকদের যেসব মতামত এসেছে, সেগুলো পড়েছি। দর্শকদের অসন্তুষ্টির জায়গাগুলো খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেছি। সেই সব নেতিকথা পড়তে-পড়তেই কেনো যেনো মন বলে উঠলো: ফারুকী এবার হয়তো ‘সত্যিকারেই’ একটা সিনেমা বানানোর চেষ্টা করেছেন। হয়তো তেমন সিনেমা, যেমন সিনেমা বানানোর স্বপ্ন তিনি দেখেছেন বহুকাল। নইলে ফারুকীর মতন অভিজ্ঞ, বাজার ভেজে খাওয়া পরিপক্ক একজন পরিচালক তার দর্শক হারানোর ঝুঁকি নিতেন না। হ্যাঁ, নিতেনই না। তার মানে দর্শক হারানোর মত ভয়ানক আশঙ্কাকেও তিনি বাজি ধরেছেন আরো বড় কিছুর জন্য। এই ভেবেই সিনেমাটা দেখার সিদ্ধান্ত নেয়া এবং বসুন্ধরায় গিয়ে সপ্তাহান্তের ছুটিতে, শনিবারে, ভিআইপি-তে টিকিট কেটে ঢুকে যাওয়া।
২
ডুব: ফারুকীর ব্রাহ্মক্ষণ:
ডুব একটি অসাধারণ নির্মাণ।একটি দূর্দান্ত চলচ্চিত্র। সমসাময়িক বাংলা সিনেমায় ডুব একটি মাইলফলক। যত নিন্দাবাক্য আজ ডুবের ভাগ্যে জুটুক না কেন বাংলা সিনেমার ইতিহাসে ডুবের নাম লেখা থাকবে বাঁক বদলের প্রতিনিধি হিসেবে, এই আমার অনুমান।
সিনেমাটা দেখতে-দেখতে, ফারুকীর প্রতি মনে-মনে একটা শ্রদ্ধা জন্মেছে। ফারুকী ক্রমাগত নিজেকে উত্তরণের চেষ্টা করে গেছেন; নিজেকে ছাড়িয়ে যাবার চেষ্টা করেছেন; একটা নিজস্ব চলচ্চিত্র ভাষা তৈরি করার চেষ্টায় রত থেকেছেন; নিজের তৈরি ছাঁচ থেকে বেরিয়ে গিয়ে আরো গভীরতর কিছু করতে চেয়েছেন। এই চেষ্টা প্রশংসা ও সম্মানের দাবী রাখে। সেইসব চেষ্টা ও সাধনারই ফল হলো ডুব-এর মতন নীরবতার চাপকে প্রধান করে সিনেমা বানানোর ব্রাহ্ম মুহূর্তে পৌঁছাতে পারা।
ফারুকির ডুব-এর ক্ষেত্রেও এই কথা প্রযোজ্য বলে বোধ হচ্ছে। ডুব হয়তো লোকে গ্রহণ করতে না-ও পারে। হয়তো ব্যাচেলর বা টেলিভিশনের মতন এটি ব্যাবসা সফল না-ও হতে পারে। হয়তো এটি বক্স অফিসে পড়তে পারে মুখ থুবড়ে। কিন্তু বক্স অফিসে সফল হওয়া বা না হওয়ার সাথে একটি চলচ্চিত্র কতখানি চলচ্চিত্র হলো কি হলো না বা চলচ্চিত্রটিতে ‘পোয়েটিক হারমোনি’ দিয়ে কতখানি দ্যোতনা তৈরি করা হয়েছে কি হয়নি— এর কোনো সম্পর্ক নেই।
ডুব দেখতে-দেখতে মনে হলো, ফারুকী আগের যত ‘দর্শক হলে টানা’ জাতীয় ছবি বানিয়েছেন সেগুলো করে তিনি আসলে হাত মক্সো করেছেন। তিনি যেভাবে সিনেমায় নিজেকে প্রকাশ করতে চেয়েছিলেন, চলচ্চিত্রের যেই ভাষা তিনি খুঁজে ফিরছিলেন ‘ডুব’ হচ্ছে তার সেই চূড়ান্ত প্রকাশ। নিজের অতল থেকে যে স্থিতধী ফারুকী উঠে এসেছেন তার নাম ডুব।
ডুব নির্মিত হয়েছে মানবীয় সম্পর্কের জটিলতাকে ঘিরে। গল্পটি মূলত বলা হয়েছে এক কন্যার দৃষ্টি দিয়ে। অসম প্রেমের সম্পর্ক, সেই সম্পর্কের কারণে পারিবারিক ভাঙনের প্রসঙ্গ ডুব-এ এসেছে। কিন্তু এই কাহিনীর অন্যতম প্রধান উপজীব্য এক কন্যার চোখের সামনে তার প্রিয়তম জনক-জননীর সম্পর্কে যোগযোগহীনতা তৈরি হওয়া এবং ক্রমশই অনতিক্রম্য হয়ে উঠা সেই জটিলতা, দূরত্ব ও যোগযোগহীনতাকে শত চেষ্টাতেও জয় করতে না পারার আক্ষেপ ও বেদনা। তাই, মূলত পিতাকে ঘিরে এক ‘বাবা-ন্যাওটা’ কন্যার গভীরতর ভালোবাসা, তীব্র অভিমান আর দু:খবোধের গল্প ডুব।
৩
‘নিন্দারো কাটা যদি না লাগিল গায়’:
ডুব দেখতে-দেখতে ভাবছিলাম, অসাধারণ এই সিনেমা নিয়ে মানুষের এতো নেতিবাচক কথা, এতো নিন্দা, এতো ছি ছি করার কী কারণ!
ফেসবুকে একজনকে দেখলাম লিখেছেন, ফারুকীর এই সিনেমায় কোনো ডায়লগ নাই। খালি নীরবতা আর নীরবতা। আরেকজন বলেছেন, সিনেমার কিছু দৃশ্য ছাড়া আর কিছুই তার ভালো লাগে নাই। আরেকজনকে দেখলাম, ডুব সিনেমাকে অত্যন্ত বোরিং বলে বর্ণনা করেছেন।
নিশ্চয়ই একই সিনেমা দেখলেও একেক জন দর্শকের একেক অনুভূতি হবে এতে দ্বিমতের কিছু নেই। আন্দ্রেই তারকোভস্কিও এই সত্য মেনে বলেছিলেন, “A book read by a thousand different people is a thousand different books.”
কিন্তু সিনেমাতে ডায়লগ কম থাকলেই সেটি সিনেমা হয়নি, বাজে কাজ হয়েছে এটি কেমন যুক্তি? কিম কি-দুক-এর স্প্রিং সামার ফল উইন্টার এন্ড স্প্রিং যারা দেখেছেন তারা জানেন নিশ্চয়ই যে, সেই সিনেমায় সাকুল্যে কয়টা ডায়লগ আছে! কিন্তু সেই সিনেমাকে ‘খারাপ সিনেমা’ বলার সাধ্যি কার! ইঙ্গমার বার্গম্যানের সাইলেন্স বা ওয়াইল্ড স্ট্রবেরি বা আব্বাস কিয়ারোস্তমির টেস্ট অফ চেরি যারা দেখেছেন তারাও জানেন, সেই মাস্টারপিসগুলোতেও ডায়লগের ব্যাবহার কত স্বল্প। ডায়লগের স্বল্প ব্যাবহার হওয়া এই সিনেমাগুলো নিজেদের আঞ্চলিক সিনেমায় তো বটেই, বিশ্ব চলচ্চিত্রেও একেকটি মাস্টারপিস বলেই বিবেচিত!
সমসাময়িক যুগের আরেকটি বিখ্যাত স্প্যানিশ ছবি ‘ইউলিয়েটা’। মানবীয় সম্পর্কের জটিলতা, সন্তান ও মায়ের মধ্যে তৈরি হওয়া পাহাড়সম দূরত্ব আর অনন্ত অপেক্ষার গল্প পেড্রো আলমোডোভোর-এর ইউলিয়েটা। বিষণ্ণতায় ভরা মনোজগতের গল্প বলতে গিয়ে এই সিনেমারো মূল ভাষা হয়েছে মৌনতা।
চলচ্চিত্র গল্প বলে। কিন্তু এই গল্প বলার ভিন্নতাটা তৈরি হয় কে কেমন করে বলে সেটির উপর ভিত্তি করে। তাই, চলচ্চিত্রের ক্ষেত্রে ‘কী বলা হলো’কেও অনেক ক্ষেত্রেই ছাপিয়ে যায় ‘কেমন করে’ বলা হলো। ওয়াইল্ড স্ট্রেবেরি বলুন বা মিরর বলুন বা বলুন দি ট্রি অফ লাইফ এর কথা— এইসব সিনেমায় এমন কোনো গল্প বলা হয়নি যা পৃথিবীবাসীর কাছে ছিল একেবারেই অচেনা বা অজানা। বরং এইসব সিনেমাগুলো বিখ্যাত হয়েছে সেই চিরচেনা একাকীত্ব, বিষন্নতা, স্মৃতি তর্পন বা আত্মানুসন্ধানের গল্পগুলো বলার মায়াময় ভিন্নতার কারনে।
ফলে, কেমন করে গল্পটা বয়ান করা হলো, সেই বিবেচনায় ডুব একটি অসাধারণ চলচ্চিত্র।
আর ‘সিনেমা বোরিং’ লাগা তো একটা সাব্জেক্টিভ ব্যাপার! কারো কাছে বেদের মেয়ে জোছনা বা চাচ্চু ভালোলাগবে। আবার কারো কাছে ভালো লাগবে মাটির ময়না। ভালোলাগার ভিন্নতার মানে এই নয় যে, কেউ উচ্চমার্গের বা কেউ নিম্নমার্গের হয়ে গেলো। এই ভালোলাগার সাথে থাকে দর্শকের অর্থাৎ ব্যক্তির অভিজ্ঞতা ও অভ্যস্ততার সম্পর্ক।
হলিউডি সিনেমার ইতিহাসেই আছে, ক্লাসিক মুভ্যি ব্লেডরানার, ব্রাজিল (১৯৮৪), ফাইট ক্লাব মুভিগুলো বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। কিন্তু এই সিনেমাগুলো যে একেকটি মাইলফলক পরবর্তীতে তা স্বীকৃত হয়েছে।
অবশ্য, ক্লাসিক সিনেমার বক্স অফিসে ও দর্শকদের কাছে মুখ থুবড়ে পড়ার ইতিহাস খুঁজতে আমাদের হলিউডে যাবার দরকার নেই। বাংলা সিনেমার প্রবাদ-পুরুষ অস্কার বিজয়ী সত্যজিৎ রায়ের চলচ্চিত্র পথের পাঁচালীই এর প্রকৃষ্ট উদাহরন। পথের পাঁচালী দেখে লোকের মন-না-পছন্দ-হওয়ার মনোভাব সেই সময়ে দর্শক গোপন রাখেনি। তখন ফেসবুক ছিল না বলেই হয়তো আজ আমরা সেগুলো দেখতে পারছি না। ফেসবুক থাকলে হয়তো আমরা পথের পাঁচালীর হ্যাশট্যাগ দিয়ে সার্চ দিলেই যত সব নিন্দা-মন্দ-তাচ্ছিল্য বাক্য-বাণ আজ চলে আসতো আমাদের চোখের সামনে।
আন্দ্রেই তারকোভস্কি একবার তাঁর এক সাক্ষাতকারে সিনেমাকে আর্ট হিসেবে বিবেচনা করা এবং সিনেমাকে বাজারে প্রদর্শন করে লগ্নি তুলে আনার চাপের বিষয়ে আক্ষেপ করেছিলেন। সেই সাক্ষাতকার হয়তো ইউটিউবে সার্চ দিয়ে কেউ চাইলে বের করে দেখতে পারেন। সাক্ষাতকারটি আমি দেখেছিলাম, তারকোভোস্কির আন্দ্রেই রুবেলভ সিনেমার ডিস্কে। সংযোজিত অংশ হিসেবে। তার সেই কথাটির সারমর্মটা অনেকটা এইরকম, আমি স্মৃতি থেকে সারমর্মটা বলছি, সিনেমাকে একটা আর্ট বলা হয়।কিন্তু পরিচালকের জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং ব্যাপারটা হলো সিনেমা দিয়ে, একই সঙ্গে, পরিচালককে টাকা উসুল করে আনার কথাও ভাবতে হয়। ফলে, টাকা উসুল করে আনার চাপ, প্রডিউসারকে খুশী করার চাপ, হলে দর্শক টানার প্রত্যাশার চাপ— এসব কারণে একজন পরিচালকের পক্ষে মনের মতন ‘আর্ট’ বা ছবি বানানো একটা বিরাট চ্যালেঞ্জ।
ফারুকির ডুব-এর ক্ষেত্রেও এই কথা প্রযোজ্য বলে বোধ হচ্ছে। ডুব হয়তো লোকে গ্রহণ করতে না-ও পারে। হয়তো ব্যাচেলর বা টেলিভিশনের মতন এটি ব্যাবসা সফল না-ও হতে পারে। হয়তো এটি বক্স অফিসে পড়তে পারে মুখ থুবড়ে। কিন্তু বক্স অফিসে সফল হওয়া বা না হওয়ার সাথে একটি চলচ্চিত্র কতখানি চলচ্চিত্র হলো কি হলো না বা চলচ্চিত্রটিতে ‘পোয়েটিক হারমোনি’ দিয়ে কতখানি দ্যোতনা তৈরি করা হয়েছে কি হয়নি— এর কোনো সম্পর্ক নেই।
ডুব দেখে মুগ্ধ হয়েছি। তারকোভোস্কির মিরর বা আইভান্স চাইল্ডহুড বা আকিরা কুরোসাওয়ার ড্রিমস বা টেরেন্স মালিকের দি ট্রি অফ লাইফ-এর কোনো-কোনো দৃশ্য যেমন অবচেতনের ভেতরে ঢুকে বসে আছে, ডুবের অনেক দৃশ্যকে মনে হয়েছে তেমনি অভিঘাত নির্মাণে সক্ষম।
৪
ডুব: বাংলা চলচ্চিত্রে মাইলফলক:
একটি চলচ্চিত্রের সিনেমাটোগ্রাফি, সিনেমায় গল্প বলার কৌশল, সম্পাদনা, ব্যাবহৃত শব্দ ও সঙ্গীত, পাত্র-পাত্রীর অভিনয় ইত্যাদিসহ আরো নানান বিভাগ মিলিয়ে সিনেমাটি তৈরি হয়। এই সকল বিভাগ মিলিয়ে ভিন্ন আরেকটি দ্যোতনা অনেক সময়ই অনেক ফিল্ম তৈরি করে বা করতে পারে। আর সেই দ্যোতনাটিকেই ডাকা হয় ‘পোয়েটিক হারমোনি’।
ইঙ্গমার বার্গম্যান-এর ওয়াইল্ড স্ট্রবেরি সিনেমায় একাকী মানুষের অন্তর্জগত আর তার টানাপোড়েন নিপুনভাবে ফুটিয়ে তোলা হয়েছে নেচার বা পারিপার্শ্বিক পরিবেশের সাথে একটা ঐকতানের মাধ্যমে। এই ঐকতানের ভাষা ভিজুয়াল বিউটি। এই টেকনিকটা নতুন কিছু নয়। কিন্তু তারকোভোস্কি যখন তার মিরর সিনেমার শুরুর দিকে একটি দৃশ্যে বাড়ির সামনের আঙিনায় অন্যতম মূল চরিত্র নারীকে বসে থাকতে দেখান এবং সেই বসে থাকার সময় সামনের সবুজ ক্ষেত থেকে যেভাবে বাতাস বয়ে আসে সেই দৃশ্যের তুলানাতিত সৌন্দর্য ও অভিঘাত এবং এর কাব্যিক ব্যাঞ্জনা তারকোভস্কির আগে পৃথিবীকে কেউ আর সেভাবে দেখাননি।
ফারুকীর ডুব সিনেমায় বান্দরবানের রিসোর্ট থেকে বেরিয়ে যথন মায়ার সাথে জাভেদ হাঁটতে বের হয়, তারা যখন সেই সবুজের মধ্যে বসে কথোপকথন করে তখনকার দৃশ্যের যে কাব্যিক ব্যাঞ্জনা বা মায়াকে জন্মদিনের উপহার দেবার জন্য সাবেরী ও তার ভাই যখন আশুলিয়ায় নিয়ে যায় সেখানে যে দৃশ্যগুলো রচিত হয়েছে তা দূর্দান্ত।
চরিত্রগুলোর ভেতরের নৈ:শব্দ, আকুলতা, শূন্যতা, পরস্পরের সাথে নিজেদের যোগাযোগহীনতার বাস্তবতার সাথে সাযুজ্য রেখে ডুব-এর বিভিন্ন দৃশ্য যে প্রতীকি-ব্যাঞ্জনায় ফুটিয়ে তোলা হয়েছে তা সত্যি প্রশংসনীয়।
মায়া ও জাভেদ হলিডে রিসোর্ট থেকে বেরিয়ে পাহাড়ী আঁকা-বাঁকা পথের অশেষ সবুজের ভেতর দিয়ে হাঁটে, বসে, কথোপকথন শুরু করে এবং কথোপকথনের একপর্যায়ে আলাপ তিক্ততায় রুপ নেয়। সেই বিশাল সবুজের পটভূমিকায়, দুইটি ত্যাক্ত মানুষের যোগাযোগহীনতা আর হৃদ্যতা ভেঙে পড়ার সময় চারিদিকে শো শো বেগে তীব্র হাওয়া বয়ে যায়। দীর্ঘক্ষণ ধরে সেই হাওয়া বইতে থাকে। সেই হাওয়ার মধ্যে, সবুজের মধ্যে পাশাপাশি যোগাযোগহীন বসে থাকে ক্ষদ্র দু’টি প্রাণ— মায়া ও জাভেদ।
এই দৃশ্যটি কেবলি কাব্যিকতা হিসেবে হাজির করা হয়নি। আমার মনে হয়েছে, মায়া ও জাভেদের জীবনে যে তুমুল ঝড় আসছে, জীবন উলোট-পালট করে দেয়া তুমুল পরিবর্তন আসছে, তারই পূর্বাভাস সেই প্রলম্বিত হাওয়ার দৃশ্য।
মায়া ও জাভেদ তাদের নতুন বাসার কাজ-কর্মের তদারকী করতে গিয়ে নিতুর ফোন নাম্বার ওয়ান-টু-ওয়ানে সেভ করে রাখা নিয়ে বিতণ্ডাতে মাতে এবং বাক-বিতণ্ডার এক পর্যায় গাড়ির ভিতরে গিয়ে তারা আরো তিক্ত বাক্যবানে লিপ্ত হয়। তারই একপর্যায়ে জাভেদ গাড়ি থেকে নেমে চলে যায়। লম্বা সময় ধরে লং শটে দেখানো হয় জাভেদের চলে যাওয়া। গাড়ীর ভেতর থেকে জাভেদের চলে যাওয়া দেখে মায়া। জাভেদ যে মায়ার জীবন থেকে চিরতরেই দূরে সরে যাচ্ছে, মায়ার যে কিছুই করার নেই, সে যে কেবলই চেয়ে দেখছে তারই প্রতিকী রূপ হিসেবে এসেছে এই দৃশ্য।
এরপরের একটি দৃশ্যে মায়া যখন কম্পিত হাতে, আত্মবিশ্বাসহীন চিত্তে গাড়ির স্টিয়ারিং ধরে তখনই বোঝা যায়, জীবনে নির্ভরতা করবার মতন দিন তার ফুরিয়েছে। এখন থেকে নিজের ভার নিজেকেই বয়ে নিতে হবে।
আর দারুণ লেগেছে চরম ঝগড়ার মুহূর্তে ঘরে খাবার টেবিলে পানি পান করতে গিয়ে জগে জাভেদের পানি না পাওয়ার দৃশ্যটি। ‘জীবন যখন শুকায়ে আসে’ তখন তা আসলে সামগ্রিক অর্থেই এমনি করুণ হয়েই আসে। এই যে জগে পানি না থাকা, সেটির এমন মোক্ষম প্রতিকী ব্যাবহার অনেকের জন্য ভবিষ্যতে অনুকরণীয় হবে বলেই বোধ করি।
পানি না পাওয়ার দৃশ্যের কিছু সময় পর জাভেদ চলে যেতে থাকে। এসময় সাবেরী পেছন থেকে বাবার জন্য পানি ভরা গ্লাস নিয়ে দৌড়ে যায়। অদ্ভুত মমতা, জটিলতা, ব্যাকুলতা মাখানো এই দৃশ্য দেখে আমার চোখে পানি এসেছে! কী জানি, আপনারা হয়তো বলতে পারেন, আমি দর্শক হিসেবে নিম্নমানের। সিনেমার মতন জিনিস দেখেও আজো আমি কাঁদি।
পানির গ্লাস নিয়ে দৌড়ে যাবার এই দৃ্শ্যটা এতো প্রতীকী! এতো যুৎসই! এই একটা দৃশ্য দিয়েই এই পুরো চলচ্চিত্রে সাবেরী চরিত্রের মূল বৈশিষ্ট্যটা ধরা পরে। এই মেয়েটি সব সময় বাবা-মায়ের মরে যেতে থাকা অনাকর্ষনীয় সম্পর্কের গোড়ায় জল ঢেলেছে। চেয়েছে মরা বাগান আবার জেগে ওঠুক। কিন্তু পারেনি। পানি না পেয়ে তৃষ্ণার্ত বাবা ঘর থেকে বেরিয়ে যাচ্ছে দেখে সাবেরী পানি ভরা গ্লাস হাতে দৌড়ে গিয়েও সে বুঝেছে, ‘জীবন যখন শুকায়ে আসে’ তখন তাতে জল ঢেলে লাভ নেই। আর এই বোধ তাকে ঠেলে দিয়েছে আরো বেশি হতাশায়। এই সিনেমার সাবেরী চরিত্রে তিশার অভিনয় হয়েছে অসাধারণ, দূর্দান্ত।
জাভেদের মৃত্যুর পর টয়লেটের কল খুলে রেখে সাবেরী নিথরের মতন বসে থাকে বাথটাবে। তার চোখে কোনো পানি নেই। কিন্তু দর্শক বুঝতে পারে, বাবার সঙ্গে গভীর বন্ধুতার সর্ম্পক থাকা কন্যা, যে কিনা বাবার থেকে বিচ্ছিন্ন হয়ে থাকার সময় ফোন পেয়ে অঝরে কেঁদেছে কিন্তু অভিমান ভেঙে কথা বলেনি, বাবার মৃত্যুতে সে আজ মুহ্যমান। অথচ তার চোখে পানি নেই। কিন্তু পরিচালক দেখান, কল ছেড়ে রাখা পানিতে সিঁড়ি ভেসে যাচ্ছে! কী অসাধারন প্রতীকী রুপায়ন! মনোবেদনার, কান্নার কী ভীষণ গভীরতর প্রকাশ।
জাভেদ চরিত্রে ইরফানের মতন শক্তিমান অভিনেতাকে ভালোলেগেছে। সিনেমা যতই ডিরেক্টরস মিডিয়াম হোক না কেন, সিনেমার ক্ষেত্রে অভিনেতা অভিনেত্রীর তারকাখ্যাতি একটি ব্যাপার। এই সত্য অস্বীকারের উপায় নেই। ফলে, ইরফানের মুখ দিয়ে নির্ভুল বাংলা বের করে আনার সফল প্রচেষ্টাটা ভালো লেগেছে। তবে, ইরফানের উচ্চারণগুলো যে ঠিক নিত্য-নৈমিত্যিক ঘরোয়া বাংলাদেশী বাঙ্গালীদের উচ্চারনের মতন নয় সেটি কিছুটা মনে হয়েছে। এই ক্ষেত্রে ফারুকী হয়তো আরো একটু যত্নবান হতে পারতেন।
৫
দর্শকের গ্রহণ-বর্জন বনাম সিনেমার ‘ভালো’ ‘মন্দ’ তকমা:
ডুব মোস্তফা সরয়ার ফারুকীর সেরা কাজ। আব্বাস কিয়ারোস্তমি বা টেরেন্স মালিক বা কিম কি-দুক দেখে যারা মুগ্ধ হয়েছেন তারা কেন ফারুকীর ডুবকে সমালোচনা করছেন তা আমার বোধগম্য নয়।
সিনেমার যে ভাষা ফারুকী রপ্ত করতে চেয়েছিলেন, যেই সিনেমা নিয়ে তিনি বিশ্ব সিনেমায় আত্মবিশ্বাসের সঙ্গে বাংলাদেশের সিনেমাকে তুলে ধরতে চেয়েছিলেন প্রতীক্ষার দিন শেষে সেই দিন সমাগত। নিজের বৃত্ত ফারুকী ভেঙেছেন।
আমার ধারণা, এই সত্যটি ফারুকিও উপলব্ধি করতে পারছেন। আর তাই দর্শকেরা তার এই ছবিটিকে ফারুকীর আগের চটুল সিনেমাগুলোর মতন বাঁধভাঙ্গা উচ্ছাসে গ্রহণ না করলেও তিনি তাতে মন খারাপ করবেন না বলেই আমার বিশ্বাস।
বাংলাদেশে আবু সাইয়িদ বলে একজন চলচ্চিত্রকার আছেন। তার অন্যতম দারুণ ছবি শঙ্খনাদ। কিন্ত ধারণা করি, সিনেমা হলে এই সিনেমা আড়াই দিনও টিকবে না। তার মানে এই নয় যে, শঙ্খনাদ একটি বাজে সিনেমা। ফলে, ডুব হলে না চললেও আশা করি ফারুকী হতাশ হবেন না।
ফারুকীর যে সব ছোটো-খাটো সাক্ষাতকার এই পর্যন্ত পড়েছি তা থেকে মনে হয়েছে, কেবলি পয়সা উসুল করা সিনেমার পরিচালক হওয়া নয়, বরং ‘গ্রেট’ বা ‘মহান’ চলচ্চিত্রকার হওয়া তার ব্রত। যদিও সেই ব্রতের সাথে তার চটুল সিনেমাগুলোকে বৈপরিত্যপূর্ণ বলেই আমার মনে হতো।
৬
ডুব ও হুমায়ুন বৃত্তান্ত:
মানবীয় সম্পর্কের জটিলতার গল্প হিসেবে ডুব অসাধারণ। কিন্ত ডুব কেবলি যে মানবীয় সম্পর্কের যে কোনো একটি গল্প নয়, বাংলাদেশের মানুষের কাছে তা প্রতীয়মান হয়েছে। জনপ্রিয় সাহিত্যিক হুমায়ুন আহমেদের জীবন নিয়ে ডুব তৈরি হয়েছে বলে গুজব রটেছে বা স্বেচ্ছায় রটানো হয়েছে।
ব্যক্তিগতভাবে আমি মনে করি না ডুব হুমায়ুন আহমেদের জীবনীভিত্তিক ছবি। বরং এটিকে বলা যায়, হুমায়ুনের জীবনের সবচেয়ে টুইস্টেট অংশটি দিয়ে উদ্বুদ্ধ হয়ে নির্মিত কাহিনীচিত্র।
লেখক হুমায়ুন যেমন আলোচিত, ব্যক্তি হুমায়ূন-ও মেয়ের বান্ধবীকে বিয়ে করে কম আলোচিত নন। সেই আলোচিত ব্যক্তির আরো আলোচিত জীবনাংশ নিয়ে বানানো সিনেমা দেখতে মানুষ হুড়মুড়িয়ে হলে ঢুকবে— এই কি ছিল ফারুকীর ঢাকাই দর্শক হলে টানার কৌশল? এই প্রশ্নের উত্তর পরিচালকের কাছ থেকে জানতে পারলে ভালো লাগতো।
কাহিনীচিত্র হিসেবে ডুব তুলনাতীত সুন্দর। গল্প, গল্পের উপস্থাপন, পাত্র-পাত্রির অভিনয়, কাব্যিক সুষমা সব মিলিয়ে সিনেমাটি দেশের বাইরে যে কোনো উৎসবে উচ্ছসিত প্রশংসিত হবে। কিন্তু বাংলাদেশের বাস্তবতা আর্ন্তজাতিক পরিসর থেকে ভিন্ন। আন্তর্জাতিক দর্শক হুমায়ূন দিয়ে তাড়িত দর্শক নন। তারা দেখবেন কাহিনীচিত্র। কিন্তু এই দেশে এখনো হুমায়ুনের আগের ঘরে জন্ম নেয়া সন্তানেরা আছেন। হুমায়ুনের বিয়ে করা দ্বিতীয় স্ত্রী বেঁচে আছেন। হুমায়ূনভক্তরা আছেন। হুমায়ূনের জীবনের ঘটনা থেকে উদ্বুদ্ধ হয়ে নির্মিত কাহিনীচিত্রে নিতু নামের চরিত্রের আবছায়াতে আসলে শাওনকেই ফুটিয়ে তোলা হয়েছে বলে দর্শক কারো পরামর্শ ছাড়াই ভেবে নিচ্ছে।
নিতুকে যেভাবে দেখানো হয়েছে, বাস্তবের শাওনের জন্য তা যদি কেউ অসম্মানজনক মনে করে, তাতে কি খুব একটা ভুল হবে?
ডুব নির্মাণ করা হয়েছে কন্যার দৃষ্টিতে। সেখানে বাবার বিবাহিতা দ্বিতীয় স্ত্রী, যে কি-না আবার কন্যারই সহপাঠী তার প্রতি কন্যার যে ঘৃণা তা যে যুক্তিনির্ভর হবে না, সেটি সহজেই অনুমেয়। সেই হিসেবে, বাস্তবের হুমায়ুন-শাওন ঘটনার আলোকে দেখতে গেলে ডুব একপাক্ষিক কন্যার গল্প। এখানে দ্বিতীয় স্ত্রীর গল্প নেই।
সবসময়ই মুদ্রার এপিঠ-ওপিঠ থাকে। বাস্তবের শাওন ও বাস্তবের হুমায়ুনের জীবনের যে রসায়ন, যে প্রেম, যে গভীর মমতা তার ছিটে-ফোটাও এই সিনেমায় নেই।
উপরুন্তু, গল্পের নিতুকে সিডিউসকারী বা ভুলিয়ে-ভালিয়ে ভালো লোকটাকে প্রেমে ফেলানোকারী হিসেবে তুলে ধরা হয়েছে। এই চরিত্রায়ন বাস্তবের হুমায়ুন-শাওনের সম্পর্কটিকে অসম্মানজনক হিসেবেই একটি ধারণা কি দেয় না?
মনে রাখতে হবে, এই গল্পটি বয়ান করা হয়েছে এক কন্যার আবেগকে প্রাধান্য দিয়ে। বাবার প্রতি গভীরভাবে অনুরক্ত কন্যা যে বাবাকে নির্দোষ আর নিষ্কলুষ জায়গায় রেখে নিজের বান্ধবীকে কেবলি ‘এটেনশান সিকিং গার্ল’ বলে খারিজ করে দিতে চাইবে এতে কোনো যুক্তি বা প্রমানের দরকার নেই। কিন্তু তার সেই একপাক্ষিক আবেগ আর বাস্তবতা যে এক না-ও হতে পারে সেইটুকু তুলে ধরার সততার বিষয়টি নিয়ে কি পরিচালক হিসেবে ফারুকী আরেকটু ভাবতে পারতেন?
হুমায়ুনকে বিয়ে করে শাওন যে লাঞ্ছনা, গঞ্জনা, অপমান, অপবাদ আর গালমন্দ শুনেছেন তার কিয়দংশও আমাদের এই পুরুষশাসিত সমাজ হুমায়ুনকে দেয়নি। শাওন-হুমায়ুনের সম্পর্কের দোষ-গুণ ধরতে গেলে শাওনের চেয়ে প্রাজ্ঞ, বয়স্ক, বয়োজেষ্ঠ্য হুমায়ুনেরই দায়, দায়িত্ব বা দোষ বেশি সেই কথা কখনোই বলেনি এই সমাজ।
ফলে, নিতুরুপী শাওনের আবছায়াকে ডুবে নেতিবাচক, ডমিনেটিং চরিত্র হিসেবে তুলে ধরাটা হুমায়ুনের আগের ঘরের কন্যা বা পরিবার-পরিজনের কাছে গ্রহনযোগ্য হলেও অনেক দর্শকের কাছেই পরিচালকের এই চেষ্টাকে অনৈতিক বলে মনে হলে তাদের বাধা দেওয়ার উপায় কী!
তবে, ডুবকে যদি কেউ হুমায়ুনের জীবনী না ভেবে কেবলি একটি কাহিনীচিত্র ভাবেন তাহলে ডুব একটি অসাধারণ চলচ্চিত্র। আমি সেভাবেই সিনেমাটি দেখেছি। বাংলাদেশের সিনেমা নিয়ে যারা বুক ভরে গর্ব করতে চান ডুব সেইরকমই এক অনন্য চলচ্চিত্র। যারা কিয়ারোস্তমি, বার্গম্যান বা তারকোভস্কির সিনেমা দেখে-দেখে ভেবেছেন, আমাদের দেশের চলচ্চিত্রকারেরা কবে এমনভাবে গল্প বলতে পারবেন, ডুব তাদের অপেক্ষার অবসান এনেছে।
কাব্যিক সুষমামণ্ডিত ডুব-এর সাফল্য কামনা করি। আর প্রত্যাশা করি, ফারুকীর মতন শক্তিমান ও প্রাজ্ঞ চলচ্চিত্রকার সামনের দিনে এমন চলচ্চিত্র বানাবেন যা দেখে আমরা আনন্দিত চিত্তে বলতে পারবো: তোমাদের আছে কিম কি-দুক-কিয়ারোস্তুমি-পেড্রো আলমোডোভার, আমাদের আছে মোস্তফা সরয়ার ফারুকী।