বসন্ত ও প্রেম । আফরোজা সোমা
প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০১৬, ৪:২০ অপরাহ্ণ, | ৪১৫৬ বার পঠিত
বসন্ত আমাদের কতো ভাবে ছোঁয়ে গেছে, কেউ প্রেম করে, কেউ প্রেমের নামে লিখে নেয় কবিতা। কারো সংসারে খেলে যায় কৃষ্ণচূড়া রঙ, আর প্রতিটা ঋতুর পরেই দেখা মেলে আমাদের সৌন্দর্য। প্রেম ত বসন্তেরই অন্য নাম, শব্দের পরে শব্দই থাকে আর সবগুলো শব্দে-শব্দে হও তুমি। কাঠের বাস্কটা টান দিতেই হলুদ ফতুয়াটা চোখে আটকায়, আমি জানি তুমি ওখানেই আটকে আছো। সকল বসন্ত যেনো ফতোয়াটার বোতামে আটকানো… বসন্ত ও প্রেম নিয়ে লিখেছেন আফরোজা সোমা। — রাশপ্রিন্ট
ক
বসন্ত নয়, প্রেমের সঙ্গে
আদি ও আসল সম্পর্ক শীতের—
ওম ও উষ্ণতার।
খ
কেবল সংরাগই বসন্ত নয়
অভিমানও বসন্তই।
গ
প্রেমের কোনো নিজস্ব ঋতু নেই
সকল ঋতুই প্রেমাতুর;
প্রেমে পড়লে সকল ঋতুতেই ফোটে কৃষ্ণচূড়া।
ঘ
তবুও আসে বসন্তের দিন;
আর তোমাকে ফাঁকি দিয়ে যায়।
ঙ
আমের মুকুল, তোমার চেয়ে তীব্র প্রেমিক
কে আর আছে এই ফাল্গুণে!
চ
তোমার আসা-যাওয়ার পথের ধারে
ফুটেছি গ্যান্দা ফুল,
একবার অন্তত আড়চোখে চাও।