কলিশন কোর্স । আনিকা শাহ
প্রকাশিত হয়েছে : ১৭ জানুয়ারি ২০১৬, ২:৩৩ অপরাহ্ণ, | ২০৭৮ বার পঠিত
আমি তো ভাবছিলাম তুই অনেকদূর পর্যন্ত গেছিলি, এইজন্য দেরি হইতেছে।
আমি অনেকদূর পর্যন্তই গেছিলাম।
সাইকেল থেকে, না? হুম্। রাত করে সাইকেল চালাইতে গেছিলেন ক্যান?
Yah, blame it on the night.
ভোগাবে আপনাকে। ড্রেসিং করে দিতেছি। কয়েকদিন ব্যান্ডেজ বেঁধে রাইখেন, তারপর খোলাই রাখতে পারবেন। সময় লাগবে ঠিক হইতে। কীরকম সময় লাগবে? সময় লাগবে।
আরেহ্ তুই তো হাঁটতেছিস, ধুর্ কিছু হয় নাই তোর। লোকে হাসবে শুনলে, বুড়া বয়সে অ্যাক্সিডেন্ট করছিস, আর চালাইতে হবে না সাইকেল। সাইকেল চালাইতে গেলে ওইরকম হয়ই এক-দুইবার, ব্যাপার না। ক্যামনে যে ঘটল ব্যাপারটা…
ক্যামনে যে ঘটল।
কিন্তু তুমি তো পারো…
কিন্তু আমি তো পারি।
‘Sometimes we’re on a collision course, and we just don’t know it. Whether it’s by accident or by design, there’s not a thing we can do about it.’
And I tend to my wounds. Ointment and gauze and cotton balls. Hot water and scissors. Surgical tape.
সাইকেলটাই কুফা আসলে।
ঘটনা ভালো তো। বোরডম কাটায়।
আবার বাঁধতেছ কেন? খোলা না রাখতে পারবা বলছিলা?
কে হায় আঘাত খোলা রেখে ঘুরে বেড়াতে ভালোবাসে!
সাইকোসোম্যাটিক না? সাইকোসোম্যাটিক তো।
সাইকোসোম্যাটিক।