নতুন বছরের শুরতেই ধামাকা পোস্টার । সৈয়দ নাজমুস সাকিব
প্রকাশিত হয়েছে : 31 December 2015, 6:24 pm, | ২৩৯৮ বার পঠিত

বাংলা সিনেমা সম্পর্কে যারা টুকটাক খোঁজ রাখেন, তারা জানেন এই বছর ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা অমিতাভ রেজা এই প্রথমবারের মত সিনেমা বানাচ্ছেন। সিনেমার নাম আয়নাবাজি। অভিনয়ে চঞ্চল চৌধুরী ও নাবিলা (জনপ্রিয় উপস্থাপক)। মুক্তি পাবে ২০১৬ তে।
২০১৬ বাংলা সিনেমার জন্য হবে পরিবর্তনের বছর- আমার ক্ষুদ্র সিনেমা জ্ঞানে আমি তাই মনে করি। শাকিব খান থেকে শুরু করে আরেফিন শুভ, একটু অন্য রকমের সিনেমা নির্মাতারা- সবাই সম্ভবত এবার তার সেরাটা দেয়ার চেষ্টা করছেন। মেন্টাল, মুসাফির, সুইটহার্ট, সম্রাট, অস্তিত্ব, পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি-২, ঢাকা অ্যাটাক, লিডার, রাজনীতি, আয়নাবাজি, পরবাসিনী, পাঠশালা, আইসক্রীম, সত্তা,ভয়ঙ্কর সুন্দরে সহ আরও বেশ কিছু সিনেমার ট্রেলার, পোস্টার, গান, নায়ক নায়িকার গেটাপ দেখে তাই মনে হচ্ছে। প্রতিটা সিনেমা হলে গিয়ে দেখার এবং দেখার পরে সেটা নিয়ে গঠনমূলক কিছু লেখার ইচ্ছা পোষণ করি।