বাউল সম্রাট করিমের জীবনচরিত নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র
প্রকাশিত হয়েছে : ২০ ডিসেম্বর ২০১৫, ৬:৩২ অপরাহ্ণ, | ২৫৪০ বার পঠিত
সুবর্ণ বাগচী : বাউল গানের কিংবদন্তী শাহ আবদুল করিম। উনাকে পরিচয় করিয়ে দেয়ার কিছু নেই। তার জীবন সংরাম নিয়ে মঞ্চায়িত হয়েছে নাটক, হইছে টিভি নাটক ও। উনার গান নিয়ে হইছে শত শত মিউজিক ভিডিও। বাকি ছিল সিনেমা, এবার সেটা হতে যাচ্ছে।
সিদ্দিকী হারুনের চিত্রনাট্যে এবং মোক্তাদির ইবনে ছালাম এর পরিচালনায় বাউল গানের সম্রাট শাহ আবদুল করিমকে নিয়ে সিনেমা হচ্ছে। উনার গান থেকেই ছবির নাম করন করা হয়েছে, ছবির নাম হচ্ছে ‘রঙ্গের দুনিয়া’।
আর বাউল করিমের দেশের মানুষ অর্থাৎ লাক্স তারকা শানারেই দেবী শানু অভিনয় করছেন এই সিনেমায়। করিমের নাম ভূমিকায় অভিনয় করছেন তিন জন ফারদিন, আগুন ও খায়রুল আলম সবুজ। তারা করিমের বিন্ন ভিন্ন বয়সের ভূমিকায় অভিনয় করবেন। জানা গেছে ছবিটি নিয়ে গত তিন বছর ধরে গবেষণা করে তারা শুটিং শুরু করেছেন। এ সম্পর্কে শানু বলেন, ‘বাউল শাহ আবদুল করিমের জীবনের বিভিন্ন ঘটনা ও জীবনযাপন নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্রটি।
চলচ্চিত্রটিতে আবদুল করিমের বেশকিছু প্রচলিত ও অপ্রচলিত গান ব্যবহার করা হয়। বড় কথা হল গল্পটিতে আমাদের সমাজের কিছু চিত্র তুলে ধরা হয়েছে। ছবিটিতে দর্শকদের জন্য ভালো কিছু ম্যাসেজও রয়েছে। শানু ছাড়াও এতে আরো অভিনয় করেন ফারজানা ছবি, ঝুনা চৌধুরী, শিরিন বকুল, স্বাধীন খসরু, আবদুল আজিজসহ আরো অনেকে। ছবিটি আগামী বছরের মাঝামাঝির দিকে মুক্তি পাবে বলে পরিচালক সূত্রে জানা গেছে।