শুরু হচ্ছে অস্কারের জন্য ৩০৫ সিনেমার লড়াই
প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০১৫, ৬:১১ অপরাহ্ণ, | ২১৭৩ বার পঠিত
সুবর্ণ বাগচী : আসছে বছরের ফেব্রুয়ারিতে বসছে অস্কার চলচ্চিত্র উৎসবের ৮৮তম আসর। চলচ্চিত্রের প্রভাবশালী এই আয়োজনকে ঘিরে নড়েচড়ে বসছে বিশ্বের বাঘাবাঘা সব চলচ্চিত্র নির্মাতা, অভিনেতাসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট সকলে। এই অস্কার বা একাডেমি অ্যাওয়ার্ডকে বলা হয় চলচ্চিত্রের ‘নোবেল’। প্রতি বছরের মত এবারো আমেরিকায় বসতে যাচ্ছে গুরত্বপূর্ণ আর সম্মানিত এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি। আর এই প্রভাবশালী পুরস্কার জয় করতে এবার লড়ছে মোট ৩০৫টি সিনেমা।
গতবারের চেয়ে চলতি বছরে তুলনামূলক কম সিনেমা লড়বে এবারের ‘একাডেমি অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে। গত বছর অস্কারের জন্য মনোনিত হয়েছিল ৩২৩টি ছবি। আর চলতি বছরে অস্কারের জন্য লড়তে চূড়ান্ত মনোনয়ন পেয়েছে ৩০৫টি ছবি। তবে সংখ্যাটা ২০১৪ সালের চেয়ে কম থাকলেও ২০১৩ সালের চেয়ে এগিয়ে আছে, কারণ ২০১৩ সালে মাত্র ২৮৯টি ছবি চূড়ান্ত লড়াইয়ে স্থান পেয়েছিল।
অস্কার জয়ে কোন ছবি এগিয়ে থাকবে তা ভোটিংয়ের মাধ্যমেই নির্ধারিত হয়। আর এই ভোটিং শুরু হতে যাচ্ছে এই মাসের ৩০ তারিখ থেকে। গত সোমবার ১৪ ডিসেম্বর অস্কার কমেটি এই ঘোষণা প্রদান করেন। একাডেমির নিয়ম অনুযায়ী অস্কারের জন্য মনোনীত চলচ্চিত্রগুলো ৪০ মিনিটের বেশী, এবং অবশ্যই বাণিজ্যিকভাবে সিনেমা হলে চলতে হয়। আর ফর্মেটের দিক থেকে ৩৫ এমএম অথবা ৭০ এমএম কিংবা ডিজিটাল ফর্মেটের হতে হয়।
অন্যদিকে, অস্কার শুরুর এখানো দুই মাস বাকি থাকলেও এরইমধ্যে সিনেমা আলোচকরা বিচার বিশ্লেষণ করে ঠিক করে ফেলেছেন অস্কার উঠতে পারে কোন কোন সৌভাগ্যবানদের হাতে। কেউ কেউ সেরা সিনেমা নিয়ে সিনেমা তৈরি করে ফেলেছেন তালিকাও। উল্লেখ্য, আসছে বছরের ফেব্রুয়ারির ২৮ তারিখে ঘোষিত হবে ৮৮তম ‘অ্যাকাডেমি অ্যাওয়ার্ড’টি আসলে কে পেতে যাচ্ছেন। অনুষ্ঠানটি বিশ্বব্যাপী টেলিভিশন ‘এবিসি’ সম্প্রচার করবে। আর অনুষ্ঠানের হোস্ট হিসেবে থাকবেন ক্রিস রক।