এক টিকেটে দুইটি নাটক: ঘুম ভাঙার গান ও বীরাঙ্গনার বয়ান
প্রকাশিত হয়েছে : ১২ ডিসেম্বর ২০১৫, ৫:১৩ পূর্বাহ্ণ, | ২০৬৩ বার পঠিত
তুলির নিঃসঙ্গ একাকী গুমোট অন্ধকার জীবনে তৃতীয় একজন হঠাৎ করে উড়ে আসা একটা জোনাকী। অজানা অচেনা একজনের টেলিফোন বার্তার স্বামী সামীর সে কথা জানতে পেরে ছুটে যায় বাসায়। তৃতীয় একজনকে পায় না তবে তার ফেলে যাওয়া একটি কোট আবিস্কার করে ড্রইং রুমের সোফার উপর থেকে। ভেঙ্গে যায় সামীরের এতদিনের বিশ্বাস, ভালোবাসা, বন্ধন। নষ্ট হয়ে যায় সামীরের ভেতরের ইনোসেন্স। শুরু হয় দ্বন্দ্ব-সংঘাত-কলহ। নাটক এগিয়ে চলে নাটকীয় পরিণতির দিকে।
মানুষ তো মূলত একা। দুজন নিঃসঙ্গ একাকী মানুষের জীবনে তৃতীয় একজন মানুষের আবির্ভাবের ফলে সৃষ্টি এক তীব্র জটিল নাটতীয়তার নাটক তৃতীয় একজন।
শুত্রুবার ছিল ‘নাট্যমঞ্চ সিলেট’ এর নাট্যচর্চার গৌরবময় পঁচিশ বছর পূর্তি উপলক্ষে ৭দিন ব্যাপী নাট্যোৎসবের পঞ্চম দিন। নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়াম প্রাঙ্গণ ছিল দর্শকের মিলন মেলা। নাটক ‘তৃতীয় একজন’ এর রচনা : সামীর দাশগুপ্ত, নির্দেশনা: অনন্ত হিরা।
নাটক মঞ্চায়ন শেষে নাট্যমঞ্চের সভাপতি রজত কান্তি গুপ্তের পরিচালনায় নাট্যমঞ্চের পক্ষ থেকে উৎসব স্মারক, উত্তরীয়, পোষ্টার ও সুভেনিওর প্রদান করেন সিলেট ষ্টেশন ক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম, সম্মিলিত নাট্য পরিষদের প্রাক্তন সভাপতি সৈয়দ মুনির হেলাল, নাট্য সংগঠক নীলাঞ্জন দাশ টুকু। উৎসব উপলক্ষে বাংলাদেশ গ্রপ থিয়েটার ফেডারেশনের দপ্তর সম্পাদক খোরশেদুল আলমকে উৎসব স্মারক প্রদান করা হয়। এতে সহযোগিতা করে নাট্যমঞ্চের নাট্যকর্মী জান্নাতুল নাজমীন উষা, সনিয়া ঘোষ।
আজ শনিবার উৎসবের ৬ষ্ঠ দিন সন্ধ্যা সাড়ে ৬টায় কবি নজরুল অডিটোরিয়ামে মঞ্চস্থ হবে দুই বাংলার দুই একাঙ্ক নাটক। রবিন্দ্রনগর নাট্যয়ুদ কলকাতার নাটক ঘুম ভাঙার গান ও শব্দ নাট্য চর্চা কেন্দ্রের নাটক বীরাঙ্গনার বয়ান। নাটকের প্রবেশপত্র বিকাল ৩টা থেকে হল কাউন্টারে পাওয়া যাবে।
নাট্যমঞ্চ সিলেটের নাট্যোৎসব শেষ হবে আগামীকাল ১৩ ডিসেম্বর রবিবার। উৎসবের শেষ দিন মঞ্চস্থ হবে দেশের স্বনামধন্য নাট্যদল প্রাঙ্গনেমোর ঢাকার জনপ্রিয় নাটক ‘আওরঙ্গজেব’। সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট মেট্রোপলিন পুলিশ কমিশনার মোঃ কামরুল আহসান।