রাশপ্রিন্ট ‘সবিশেষ’ বিভাগের বিজ্ঞপ্তি
প্রকাশিত হয়েছে : 10 December 2015, 4:32 pm, | ২২৮৬ বার পঠিত

নিয়মিত প্রকাশনার পাশাপাশি কিছু পরিকল্পিত প্রসঙ্গ/অনুষঙ্গ ধরে লেখা জোগাড় করে একেকটি বিশেষ সংখ্যা আয়োজনের ইচ্ছা রাশপ্রিন্টের রয়েছে। লেখাপ্রাপ্তি ও পরিকল্পনা সাপেক্ষে সেই বিশেষ সংখ্যাসমূহ বছরের সুবিধাজনক সময়ে প্রকাশ করা হবে। একসঙ্গে একসৌত্রিক অনেক লেখা পাঠের সুযোগ হয়তো সংখ্যাগুলো থেকে পাওয়া যাবে। সেখানে লেখাগুলোর ভেতর আভ্যন্তরীণ ঐক্য যেমন থাকবে তেমনি পাঠকৃতিগত বৈচিত্র্যও বজায় থাকবে। পাঠক এর ফলে একবৈঠকে দিগ্বিদিক উড্ডয়নের মওকা পাবেন সহজেই। ঠিক বিষয়ভিত্তিক হবে সংখ্যাগুলো, সবসময় তেমন নয়; ব্যক্তিভিত্তিক, বিষয়ভিত্তিক, বৈচিত্র্যভিত্তিক, বৈশিষ্ট্যভিত্তিক ইত্যাদি নানা প্রকারের সংখ্যা আমাদের পরিকল্পনাধীন রয়েছে। এইখানে এই ‘সবিশেষ’ বিভাগে সেই বিশেষ পদবাচ্য সংখ্যাগুলো মজুত রাখা হবে। কেবল আমন্ত্রিত লেখকদের লেখাপত্র ‘সবিশেষ’ সংরক্ষণ করবে। এছাড়া মুক্তডাকে লেখা আহ্বান করার দরকার হলে আনুষ্ঠানিক ঘোষণা প্রচারের মাধ্যমে সবাইকে জানানো হবে। এই বিজ্ঞপ্তি শুধু ‘সবিশেষ’ বিভাগের জন্য প্রযোজ্য।