নাট্যমঞ্চ সিলেট পঁচিশ বছর পূর্তি উৎসব
প্রকাশিত হয়েছে : ০৭ ডিসেম্বর ২০১৫, ৫:৫০ অপরাহ্ণ, | ১৮৭১ বার পঠিত
সুবর্ণ বাগচী : সিলেটের স্বনামখ্যাত থিয়েটারওয়ালা ‘নাট্যমঞ্চ সিলেট’ পূর্ণ করেছে নাট্যচর্চার গৌরবময় পঁচিশ বছর।
রজত জয়ন্তী উদযাপনের এই বছরে ‘নাট্যমঞ্চ সিলেট’ আয়োজন করেছে একহপ্তাব্যাপী একটি নিবিড় নাট্যোৎসব।
নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামের মুক্তমঞ্চে উৎসব উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
বর্ণাঢ্য উদ্বোধনী অধিবেশনে সমবেত সংস্কৃতিচিন্তক ও অনুশীলকদের মধ্যে উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব লিয়াকত আলী লাকি, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের প্রধান উপদেষ্টা নিজাম উদ্দিন লস্কর ময়না, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ভবতোষ বর্মণ, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী এনামুল হাবিব এবং সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক ও নাট্যমঞ্চের সভাপতি রজত কান্তি গুপ্ত।
সপ্তাহব্যাপী এ উৎসবে মোট সাতটা নাটক মঞ্চস্থ হবে। এরই মধ্যে উদ্বোধনী মঞ্চায়নে আয়োজকপক্ষ ‘নাট্যমঞ্চ সিলেট’ উপস্থাপন করেছে ‘সুখের খোঁজে সুখলাল’। মিলনায়তন-মুখরিত দর্শকের উপস্থিতিতে একটি উষ্ণ ও অন্তরঙ্গ পরিবেশে সূচনামঞ্চায়নের সাবলীল সংযোগ ও নান্দনিক নাট্যকৌশল প্রশংসার দাবি রাখে। এবং এর মধ্য দিয়ে সিলেটের প্রায় নিস্তরঙ্গ নাট্যসংস্কৃতির মঞ্চে এসেছে একটি দৃষ্টিকাড়া প্রাণচাঞ্চল্য।
উৎসবে দেশের প্রথিতযোশা নাটকদল কয়েকটা ছাড়াও অংশ নিচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য থেকে আমন্ত্রিত ‘ইউনিট মালঞ্চ’ গ্রুপ; অন্যান্য অংশগ্রাহী দলগুলো হচ্ছে নাট্যতীর্থ, নাট্যকেন্দ্র, শব্দ নাট্যচর্চা কেন্দ্র, প্রাঙ্গণে মোর, মনিপুরী থিয়েটার এবং আয়োজক সংগঠন নাট্যমঞ্চ সিলেট তাদের যার যার নিজস্ব প্রযোজনা নিয়ে।
উৎসব চলাকালীন কবি নজরুল অডিটোরিয়ামের মূল মঞ্চকক্ষে রোজ সন্ধ্যা সাড়ে-ছয়টায় নাটক মঞ্চায়নমুহূর্ত ধার্য রয়েছে। প্রতিদিন পরিবেশনা শুরুর প্রাক্কালে অডিটোরিয়ামের প্রবেশমুখে দর্শনীর বিনিময়ে প্রবেশপত্র সংগ্রহ করা যাচ্ছে।