৯০ দশকে বাংলা ভাষায় কোনো কবিতা লেখা হয় নাই… । এবাদুর রহমান
প্রকাশিত হয়েছে : ২৩ জুন ২০১৫, ৭:২৫ অপরাহ্ণ, | ৩০৪৮ বার পঠিত

As soon as we have the thing before our eyes, and in our hearts an ear for the world, thinking prospers. — Martin Heidegger, ‘Building Dwelling Thinking
বাংলাদেশে পরিপূর্ণ গিটারিস্ট হিসাবে যে দু-একজনের নাম লওয়া মুশকিল … তাদের মধ্যে প্রথমেই যে-লোকটার কথা স্পষ্টাকারে ও অথরিটির সাথে প্রস্তাব করা যায়,আমাদের মনে হচ্ছে, তিনি হবেন এবাদ (অবশ্য তিনি ভালো গাইতেও পারেন); এখানে যারা মননশীল এবং এক ধরনের আদর্শনিয়ন্ত্রী য়োরোপ-বিকেন্দ্রিকতায় পর্যবসিতওয়েস্টার্ন মিউজিক চর্চা করেন, তারা ছাড়া, খুব কম সংখ্যক পাব্লিক এবাদ বা তার ব্যান্ড পোচড্ বুগির সহিত পরিচিত। আপসোস!
.গত ২৮ শে জানুয়ারি ঢাকা শেরাটন হোটেলের পুল সাইডে কে-ওজ, ওয়ারফেজ, পোচড্ বুগি ও মাইলসকে নিয়ে অনুষ্ঠিত হলো একটা সফল কনসার্ট। কনসার্টটাকে আকর্ষণীয়কইরা তুলার জন্য এর আয়োজক শেরাটন হোটেল কর্তৃপক্ষ কর্তৃক সম্ভব সব-রকম ব্যবস্থা নেয়া হয়েছিল। রঙ-বেরঙের বিভিন্ন আলোর ব্যবহার, লেসার শো, কৃত্রিম ধোঁয়ারসৃষ্টি প্রভৃতির পাশাপাশি ব্যান্ডগুলোর সুরের মূর্ছনায় ফিদা হয় উপস্থিত প্রায় হাজারখানেক দর্শক-শ্রোতা। ডিজুস লাইফ স্টাইল দুনিয়া এই কনসার্টটি স্পন্সর করলেও এরটিকিটের মূল্য ছিল ৬০০ টাকা। .
নিচে পোচড্ বুগির ব্যান্ডলিডার এবাদ ভাইয়ের প্রারম্ভের বক্তব্য ও উপস্থাপিত তিনটি গানের শ্রুতিলিখন পেশ করা হলো : অয়ি, বাঙলারউন্মুলিত মিউজিক-লাভারস্, এই যে বিলাপ করি তোমাদের বিষয়ে, ইহা শোনো, শোনো আমার নিকট প্রকাশিত বাক্য … যেন আমার কাছে তোমাদের বাসনা ভাষা পায় ওপায় বাপ্তিস্ম ও তোমরা জানো গ্রীক ভাষায় কথকের নাম আপল্লুয়োন — বিনাশক … আর স্মরণ রাইখো তোমাদের নিতে হবে মাংশের পয়গাম। সিসিফাসীয় বৃত্তের ন্যায়লুপড্ ন্যারেটিভের গুরুভার, কি, আবার কমু, পুনঃরুক্তি চাও? … অগাধলোক থেকে এই জগতে কয়েকটা চিহ্ন উদ্ঘাটিত হইতে থাকে আর আমরা বেশ্যাক্রিয়ার মালিন্যে …শুয়ারের চামড়ার মতো না-চিজ ও ব্যবহৃত হয়ে যাওয়া দাস ক্যাপিটাল থেইকা লোকশিক্ষা দেই … আপাতত এই দুইটা পয়েন্ট জানলেই হবে … কারণ, আমাদের ক্ষুদ্রঋণপ্রকল্প দেখতে হিলারী আসছেন … তাকে ও চেলসীকে, বিশ্বব্যাংককে ও এডিবিকে ও বাঙলার সমস্ত কর্পোরেট ব্যবসায় ও হাফ-অ্যাসড্ এনজিও, তালেবুল এলেম,রাজনীতিবিদ্বান, পেশাজীবী ভাঁড়দের জন্য থাকলো গ্যাস, তৈল, যৌনসক্রিয় শিশু, মেধাপণ্যের কপিরাইট, ধান, পশু ও পাখি … যাউকগা! … লেটস্ রক্ ন্ রল্ …
.
পোচড্ বুগি : বিপরীত বিহারে দেখা দুনিয়া
‘কৃষিতে ধনতন্ত্রের বিকাশ’
বাম অলিন্দে ঘনায় উঠসে ড্রামা
এন.জি.ও-মামা জি.এম.ও নাচিবেন
আমলা লেভেলে পলিসি লইয়া ট্রমা
ড্রামা ভালো কথা পেটে খেলে পিঠে সয়
ফুড সভ্যারিন এই দফা হইতেসি
বডি পলিটিক না বিগড়াইলে হয়
পাব্লিকে বুঝে ইকোল্যজিক্যাল কৃষি?
মধ্যবিত্ত থিউরি জমায়া তোলো
প্রজেক্ট লেইখা দাতাগো লিঙ্গ চুষি
দাতারা মহান, আমাদের ভালো চান
টেন্ডার দিয়া মেসিয়া আনানো হবে
লুঙ্গি লেনিন গাবে সাম্যের গান
সব ঝুট হ্যায় … ঝুট রাজা, ঝুট রাণী
নেটিভ ঔরসে নূতন কলোনি হবে
রাজনীতি দোঁহে বুকভাঙা হারমোনি
ভাঙা হারমোনি কাঁদছে নদীর কাছে
শাটাপ বেকুব! … রাগী যুবকের দল
মাটির তলায় দেখো-না ঘুমায় আছে!
পোচড্ বুগি : বি সাইড (রি টেক)
আজ বিশ্ব বাজারে আমাদের মুড়ি
. জুৎ করে মাখে সং সাজা ছুঁড়ি
. আমারে জিগায়, ঘুগনি নিবেন?
. . আমি কই, প্লিজ, অধিক দিবেন …
. তিন টাকা দাম! তিন টাকা দাম!
. নেচারের বুকে সারপ্লাস সীড
. প্রজেক্ট লিখেন এন.জি.ও-বিৎ
. ঋণমেলা ব্যেপে বাংলার মুড়ি
. খেয়ে টেস্ট নেন থ্যাংকু কহেন
. তিন টাকা দাম! তিন টাকা দাম!
আজ অর্থ ধেয়ানে এই দিন কাটে
. নিদহীন রাত অটবীর খাটে
. খাটের তলায় কাটা হয় খাল
. দাতা দেশ থেকে বহে ক্যাপিটাল
. ক্যাপিটাল আর নয়া ডিসকোর্স
. বাঙলা ভাইয়া ও এলিট ফোর্স…
. তিন টাকা দাম! তিন টাকা দাম!
. টোনা কয়, টুনি ভাপা পিঠা খাবা?
. হাইব্রিড গাছে পিঠা ঝুলে আছে
. লও, পিঠা খাও থ্যাংকু জানাও
. তিন টাকা দাম! তিন টাকা দাম!
পোচড বুগি : বিপরীত বিহারে দেখা দুনিয়া
উদিত দুঃখের রাজধানী
ডিয়ার মিস্টার পুং, রাষ্ট্রের সাথে ব্যক্তির সম্পর্ক ভাবুন :
গণতন্ত্র — কী ভুয়ামি, কন তো! আর, সংবিধান ওলওয়েজ নিমখুন। কিন্তু,
এই যে বাঙালি জন্ম, পুঁজিতন্ত্রের মিথ অ্যান্ড মিনিং লইয়্যা ব্যথা …
— তোমারে না খুদাতালা ছপ্পর ফাইরা দিসে যৌনতা ও লিপিকুশলতা!
(জটিল গেম আপনের বুর্জোয়াজি ব্রেদারেন, কামভাবে ‘অপর’-এর স্ল্যাং টুকতেসেন, ছিঃ!)
লিখ জাড্য, লিখ ক্ষত, প্রত্যেকটা হেডলাইনে ‘প্রগতি’ বেফিকর ডিসকোর্স লিখা হোক
মেগানাট্য লিখতে লিখতে ব্লিডিং হয়ে গলে যাক দুটা চোখ।
লীগ লিখ, দল লিখ, লিখ আমগো ইসলামী জামায়াত
কাটা হস্তে চোথা মারো জিন্দা থাকা লাশেদের ফরিয়াদ।
(মার্ক্সবাদী ভাইয়ারা, হারমনি বাজায়া যান, বাটে পইড়া এই দফা গ্রামচি কপচান!)
রাষ্ট্রধর্ম বিলা কইরা, লিখ মর্দ, কুফরি-করা অপূর্ব আয়াত
চুলাচুলি শেষ হইলে, ললনারা পার্লামেন্টে রক্-ন্-রল্ গাক।
কোল্ডব্লাড মধ্যবিত্ত, টেলিভিশনের স্ক্রিনে এই ক্যুদেতা দেখেন …
তার দেহে প্রেম নাই, বডি-পলিটিক লাভ-পোয়েট্রি লিখেন।
# #