প্রজাপতির ডানায় আঁকা শনিবার । আহমদ সায়েম
প্রকাশিত হয়েছে : ২৮ জুলাই ২০১৪, ৪:৪৩ অপরাহ্ণ, | ৪১৫৯ বার পঠিত
কণ্ঠস্বর শুনে চিহ্নগুলো প্রকাশ করা সম্ভব, অজ্ঞতাও জানা হয়েছিল দুপুরে…তোমার শাখা-প্রশাখায় অস্থিরতা নির্মাণ করেছ কিছু প্রসাধনী মেখে, এখন শাদা ঘোড়াকে প্রশ্রয় দিয়ে দেখা যেতে পারে কুয়াশায় ক্রেতাদের ভাষা কতটা ধর্মীয় হয়, ধর্ম এমন কোনো সূত্র দেয়নি যা দিয়ে বৃষ্টিতে আঁকা যেতে পারে সোনার সংসার, বিকেলের আলোতে ছায়া যতটা লম্বা দেখা যায় তা ভোরের আলোতেও সম্ভব কারণ ভোরের বাতাসে পড়ে থাকতে দেখা যায় প্রার্থনার ফুল, একদিন ক্ষুধা ও চুম্বনের ভাষা নিয়েছিলাম, এমন কিছু চিহ্ন পাঠ করে যাদের দ্রুত কোনো রূপরেখা টানা যায় না…
খ
খঞ্জনির ব্যস্ততা দেখে বলি আরো দীর্ঘ ছিল তার পথ, আহা বড় ভালো ছিল ছেলেটা, ঝুমঝুম শব্দে মাতিয়ে রাখত সারাটা আকাশ, তার হাতের লেখা ছিল আমাদের বাড়ির আনন্দের মতো, তার ছায়া দেখে বলে দেওয়া যেত এবার আমের ফলন ভালো হবে আর ঝড় হবে অনেক দূরের বাড়ি অব্দি, দূরত্ব বেড়ে গেলে আমরা অনুশোচনায় পৃথিবী ভেঙে ফেলি, পরিচিত হই ভাষাবিজ্ঞানীদের সাথে যাদের গল্প শোনা যায় নানারকম পত্রিকায়, ওয়েবসাইটে যাদের স্নানের শব্দ ও আলোকিত মুখগুলো দেখা যায়, পাখিদের ডানায় লেখা থাকে স্বপ্ন স্বর্গ…যেসব চরিত্র নিয়ে আমরা আমাদের দলিল বা ভাঙনের নির্জনতা নির্ণয় করি তা কখনোই বিক্রয়ের জন্য তুলে রাখি না বা আরো যদি পরিষ্কার করে বলি কখনোই নিজের সন্তানকে ধরিয়ে দেই না একই নাটকীয়তায়, তাদের জন্য তৈরি করে রাখি ভিন্ন ভিন্ন চরিত্রের কিছু ফুটেজ যা দিয়ে প্রুফ করা সম্ভব নিজের শক্তি সঙ্গীত
গ
গতকাল সন্ধ্যা পর্যন্ত ব্যক্তিগত ছিল সবকিছু, ট্রেনের শব্দের যে মুগ্ধতা তাও আজ বুঝিয়ে দিতে হয়। কতরকম ভাবে পথ চলা হয়, ট্রেনের শব্দ আর পাখিদের ঘরবাড়ি ছিল স্তব্ধতার একটা জিজ্ঞাসা, এত এত ঈশ্বরের নাম জানি যা দেখাতে গিয়ে বুঝে নেই ব্যক্তিগত বলতে কোনোদিন কিছুই ছিল না, ব্যস্ততা দেখাতে হয় তাই অপমান করে দূরত্ব সৃষ্টি করি নিজেরই নাটকের, থিয়েটারওয়ালা হই বন্ধুর চোখে সংলাপ দিয়ে, শাদা প্রজাপতির ভিন্ন অর্থ তখনই তোলা সম্ভব যখন বিক্রয়যোগ্য করে আনা হবে মধু ও বিষের দাঁতগুলো…
ঘ
ঘর্ষণের সকল পরিণতি যদি জানা থাকে তবে তো ওঙ্কার বা উচ্চারণের কোনো বালাই দেখি না…
ঙ
ঙ দিয়ে যা হয় তাদের কোনো সংসার থাকে না যেসব শব্দ দিয়ে সংসার সৃষ্টি হয় মূলত তারাই নির্জনতার সাতটি পর্দা
চ
চক্রান্ত হলেও এমন হওয়ার কথা নয়, একটু চওড়া দেখে যেদিকেই হাত বাড়ানো গেল…পৃথিবীর আলো বা প্রকৃতি যা-ই বলো সময়জ্ঞান কারোরই জানার কথা না, রাত দুইটা হলে কোনো স্বাদই আসবে না খাবারে অথচ খাদ্য নিয়ে যেমন খুশি নাচতে শুরু করল, যার এক-ফোঁটাও কেউ বুঝতে পারেনি…বলছি না রুগ্ণ ছিল প্রতিভা, তুমিও স্বীকার করছ যা যা হয়েছে সবই শামুকের চরিত্রকে মনে রেখে, তবু অন্য একটা হিসাব মিলাতে পারছি না… যেভাবে স্বাদ সৃষ্টি করা হয় ঠিক একই ফর্মায় কী করে রাতের শূন্যতাকে প্রশ্রয় দেওয়া হয়, চিতায় তোলা হয় বালকের প্রিয় কয়েকটি পাখি
ছ
ছায়াসঙ্গীত হচ্ছে আমাদেরই প্রতিবিম্ব, ছায়াশূন্য হওয়ার আগে যাদের নিয়ে মহল তৈরি করছ তারা সকলেই ছিল পুতুলের সঙ্গী, ধীরে ধীরে যখন উচ্চারণগুলো একটা অর্থ তুলে দেবে, সীমানা ঠিক করে বলবে আকাশে ওঠার জন্য রাস্তা ছিল ওইদিকে, আর এইটা হচ্ছে নাটকের প্রথমদিকের স্ক্রিপ্ট
জ
জঞ্জাল মনে করতে পারলে সুখ, আরো কিছু খাতায় তুলে আনা যাবে প্রতিশ্রুতির মালা, সম্মেলনে বলা যাবে যাদের জন্য বৃষ্টি ছিল একটা জ্যামিতিক সূত্র অথচ এখন তাদের গায়ে উড়ছে প্রজাপতির ছায়া…
ঝ
ঝংকারে উজ্জ্বল দেখায় রাতের পাতাগুলো, যেভাবেই রঙ নিয়েছিলাম…যদি উজ্জ্বলতা হয় বা জ্যোৎস্থায় ছিল জাগরণের আরেক নগর, যার মন্ত্র পড়ে সাহস নিত পাড়ার ছেলেরা, নিসর্গের এই আশ্চর্য ব্যবহারে কোনো রঙই যেন আর প্রসারিত ঠিকানায় গুঞ্জন তোলে না;–বসন্তের আবার সময়-অসময় কী…প্রয়োজন ছিল তাই হাত লাগিয়েই নিয়েছি, তুমি ভাই স্মৃতিতেই নিঃশ্বাস নাও, ঝংকারে উজ্জ্বল হবে শনিবার
ঞ
ঞ হচ্ছে আমাদের সরলতার একটা প্রকাশ, যা দিয়ে তন্নতন্ন করে খুঁজে পেয়েছি মগ্ন হওয়ার জন্য একটা টিকটিকি, অথচ এখন হিসেব মিলিয়ে দেখি শনিবার ছিল প্রজাপতিদের স্তব্ধদুপুর
____________________ # # #