জন্ম ২৮ জানুয়ারি ১৯৬৭, বীরভূম জেলার রামপুরহাট সংলগ্ন পানিসাইল গ্রামে। পিতা ও মাতা :জিকির খান ও নওরাতুন। শিক্ষা : বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে মাস্টার ডিগ্রি এবং প্রেমেন্দ্র মিত্রের কবিতা নিয়ে পি এইচ ডি প্রাপ্তি। পেশা : উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহশিক্ষক। প্রকাশিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল : বৃত্তের ভেতরে জল, জ্যোৎস্নায় সারারাত খেলে হিরণ্য মাছেরা, নির্বাচিত কবিতা, উন্মাদ বিকেলের জংশন, স্তব্ধতার ভেতর এক নিরুত্তর হাসি ইত্যাদি। পুরস্কার : কবিরুল ইসলাম স্মৃতি পুরস্কার, দৌড় সাহিত্য সম্মান, অক্সিজেন সাহিত্য সম্মান এবং বার্ণিক সাহিত্য সম্মান। ঠিকানা : রামরামপুর (শান্তিপাড়া), রামপুরহাট, বীরভূম জেলা, পশ্চিমবঙ্গ, ভারত, পিন কোড ৭৩১২২৪, কথা ৯৩৩২৯৯১২৫০। email : taimurkhan1967@gmail.com
ঈদ সংখ্যা ২০১৮
১১:৪১:০৩, ১৪ জুন ২০১৮সংবাদ আবছা শহর চলন্ত বাস হস্তমৈথুন কলরব পার হচ্ছে ক্লান্তদিন আমাদের শয়নঘর রাত্রি কিছুটা নির্ঘুম পার হচ্ছে চাঁদ …বিস্তারিত