বিদ্যায়তনিক জ্ঞানকাণ্ডে বিজ্ঞানের ছাত্রী- পরিসংখ্যানে স্নাতকোত্তর ও পিএইচডি। কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু। পেশাজীবিতায় বিজ্ঞান, কিন্তু সঙ্গীত তার সামগ্রিক নিমগ্নতার সিদ্ধভূমি। সুবিনয় রায়-এর সফল ও একনিষ্ঠ ছাত্রী শর্মিলা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথের গানে নিজেকে নিত্য মোতায়েন করে রাখেন; সঙ্গীতে প্রাণ ফোটানোর ভিতরানা ষোল আনা জানা থাকলেও বাজার সংস্কৃতির নাকাল দৌড়ে নিজেকে যোগ্য করে তোলার বাহিরানা বরাবর তাঁর নাগালের বাইরে। ফলে রবীন্দ্রসঙ্গীতের অনন্য একটি গানের অ্যালবাম- প্রবাসী পাখি’র পর আর কোন গানের প্রকাশনার দিকে যাননি- যদিও গান ও কবিতার চর্চা কখনোই থেমে থাকেনি।
শর্মিলা বন্দ্যোপাধ্যায় প্রযুক্তিবিদ হিসাবে কাজ করেন, থাকেন ফিলাডেলফিয়া, যুক্তরাষ্ট্রে।
sbaajkaal2020@gmail.com
কবিতাপ্রান্তর
১০:০৫:০০, ০৭ অক্টোবর ২০২৩প্রাক্তন চলে যাবে জানি তবু আর একটু থাকো বসো স্থির হয়ে আরো কিছুক্ষণ দেখি তোমায়। মাটিতে কত চারা লাগিয়েছি দেখো …বিস্তারিত