জন্ম: ১৫ই সেপ্টেম্বর ১৯৭২ সালে কলকাতা, পশ্চিমবঙ্গ। ১৯৯১ থেকে ১৯৯৭ পর্যন্ত তিনি চিকিৎসা শাস্ত্র নিয়ে গবেষণা শুরু করেন কিন্তু স্নাতক হবার আগেই সাহিত্যের প্রতি আরও মনযোগী হতে চূড়ান্ত পরীক্ষার আগেই তিনি তার গবেষণায় ইতি টানেন। কবিতার বই ছাড়াও তিনি তার মাতৃ ভাষায় প্রচুর ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ, শ্রুতি নাটক প্রকাশ করেছেন। তিনি সর্বকনিষ্ঠ কবি যিনি ১৯৯৯ সালে ‘আনন্দ পুরস্কার‘ পান মাত্র ২৭ বছর বয়সে। ২০০৪ সালে তিনি ‘ভারতীয় সাহিত্য আকাদেমি ‘ থেকে ‘ সুবর্ণজয়ন্তী ইয়ং রাইটার্স পুরস্কার ‘ লাভ করেন।
তাঁর প্রথম কাব্যগ্রন্থ ১৯৯৯ ইংরেজিতে ‘হৃদয় অবাধ্য মেয়ে’ বের হয়। তারপর থেকে প্রায় প্রিতি বছরই বই বের হচ্ছে।
শব্দ সবিশেষ
১:২০:৩৪, ০১ সেপ্টেম্বর ২০১৭শব্দ। শব্দের পর শব্দ। শব্দের পর শব্দের পর শব্দ। থামো। ফের গোড়া থেকে শুরু করো। শব্দ। না। আরও গোড়া থেকে। …বিস্তারিত