হাসান মূলত কবি। তার কবিতা বাংলাদেশের বিভিন্ন লিটল ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে। কিছুটা বোহেমিয়ান। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে একাডেমিক পড়াশোনায় আপাতত ইতি টানেন, চলে যান জাহাজের নাবিক হতে। কিছুদিন সমুদ্রে কাটিয়ে মাটিতে ফিরে আসেন। মাটি তাকে আর ছাড়ে না, কবিতা তাকে টানে। বর্তমানে চাকরিসূত্রে সিলেটে বাস করছেন। জন্ম চাঁদপুর জেলার কচুয়া উপজেলার আশারকোটা গ্রামে, ১৯৮৬ সালে।
গল্পনগর
৯:৩৯:১৬, ১৫ জুন ২০১৬চাকরিটা হারিয়ে তখন আমি একেবারে দিশেহারা হয়ে পড়েছিলাম; সত্যি বলতে কি, দিশেহারা হওয়া ছাড়া আমার আর কোনো উপায়ই ছিলনা! মাথায় …বিস্তারিত