জন্ম ভারতের পশ্চিমবঙ্গে। ইংরেজি এবং বাংলা সাহিত্যে স্নাতকোত্তর। গবেষক, প্রাবন্ধিক, গদ্যকার, গল্পকার এবং অনুবাদক এই কবির আজ পর্যন্ত প্রকাশিত কাব্যগ্রন্থ এগারটি। তার মধ্যে উল্লেখযোগ্য: গান লেখে লালনদুহিতা, একান্ন শরীরে ভাঙো, হেমন্তের অন্নপূর্ণা, পিতৃপরিচয়, এই পুজো পরমহংস, ছায়াপথের পরিযায়ী, শীত ও সহোদরা প্রভৃতি। প্রবন্ধগ্রন্থ তিনটি। বিলুপ্তপ্রায় লোকগান “কাঁদনাগীত: সংগ্রহ ও ইতিবৃত্ত ” গবেষণামূলক কাজটির জন্য তিনি পেয়েছেন মাসিক কৃত্তিবাস পুরস্কার(২০১৯), পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি পুরস্কার(২০২০)। এছাড়াও কাব্যগ্রন্থগুলির জন্য পেয়েছেন রাঢ় বাংলা সাহিত্য সম্মান, এখন শান্তিনিকেতন সম্মান, শব্দকথা যুব পুরস্কার ইত্যাদি। অনুবাদ করেছেন সাউথ কোরিয়ান কবি বেক সিওক, ভিয়েতনামের কবি থিক নাত হানের কবিতা এবং আরবি কবি ইবনে আরবির কবিতা।
কবিতাপ্রান্তর
৯:৩৪:০৭, ০৪ ফেব্রুয়ারি ২০২৩লগ্ন দিতে তো পারিনি কিছু।শুধু বলে গেছি ‘থেকে যাও’ . এই গৃহকোণ,ছাদ,অভিসারপথ শূন্য ভেবে . তুমিও নির্মম। . ভাঙো জমে …বিস্তারিত