কবি, গল্পকার ও চলচ্চিত্র পরিচালক। জন্ম: ৭ আগস্ট, ১৯৭৭, মুর্শিদাবাদে # বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে। ইন্দো-ইতালীয় ফিল্ম স্কুল রূপকলা কেন্দ্র থেকে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা করেন চলচ্চিত্র পরিচালনা বিষয়ে। # প্রকাশিত বই: এবং আমার চুলগুলি ফণা তুলছে (কাব্যগ্রন্থ, ২০১৮), একাকী কয়েকটি জীবন ও অন্যরা (গল্পগ্রন্থ, ২০১৮), হলদে শাড়িটি ও অন্যান্য অণুগল্প (অণুগল্প, ২০১৮) # পরিচালিত চলচ্চিত্র: কবি (তথ্যচিত্র, ২০০৪), সবুজের অভিযান (তথ্যচিত্র, ২০০৫), শবনম (ফিকশন, ২০০৪), মহারাণী কাশেশ্বরী কলেজ (তথ্যচিত্র, ২০০৫), আবাদ (ডকু-ফিকশন, ২০০৭), আইনী পরিষেবা (ডকুফিকশন, ২০১১), অসংগঠিত শ্রমিক (সমাজসচেতনামূলক বিজ্ঞাপনচিত্র, ২০১১) ইত্যাদি। # সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন ঋতুপর্ণ ঘোষ সহ অনেক প্রোথিতযশা পরিচালকের সঙ্গে। চলচ্চিত্র, সাহিত্য ও অন্যান্য বিষয়ে প্রায়শ তার লেখা প্রকাশিত হয় কলকাতার বিভিন্ন দৈনিক পত্রিকা ও লিটল ম্যাগাজিনে।
গল্প
১২:০৯:২৭, ০২ মার্চ ২০১৮কবি মৌসুমী বিলকিস-এর অণুগল্প হলদে শাড়িটি ও অন্যান্য অণুগল্প প্রকাশ হয়েছে ২০১৮ সালের একুশে বইমেলায়। প্রকাশক বাংলাদেশের ছোটকাগজ চিরকুট। বইটি কলকাতায় …বিস্তারিত