জন্মসাল ১৯৬৯ খ্রিষ্টাব্দ। জন্মমাটি ও বাসস্থান সিলেটের বিশ্বনাথ উপজেলাধীন উত্তর-মিরেরচর, মালদারবাড়ি।
মাঝেমধ্যে কবিতাবিষয়ক প্রবন্ধ-নিবন্ধ লেখেন। মূলত কবি। ‘ঋতি’ নামের একটি কবিতার কাগজ সম্পাদনা করেন । বই, ভ্রমণ এবং নিসর্গপ্রেমী।
প্রকাশানুক্রমে ফজলুররহমান বাবুল বিরচিত কবিতাবইগুলো : ঋণী হব সোহাগি জলে (১৯৯৯), সখিকাব্য (২০০৪), সপ্তস্ফুট (২০১২), থেঁতো ফর্দ (২০১৪) জন্মতীর্থভূমি (২০১৬) তুমি তেমনই বৃক্ষ (২০২০) এবং প্রবন্ধবই ‘কবিতার পথে’ (২০১৭) ভাষামুখী নিবন্ধ (২০২০) ।
কবিতাপ্রান্তর
৪:২০:৩৩, ১৪ ফেব্রুয়ারি ২০২২আমার শহরে আমার শহরে শুধু তোমার জন্য ফুল ফোটে, পাখি বসে গাছে গাছে, সূর্য ওঠে, রাত্রি নামে। তুমি জান না। …বিস্তারিত