পেশায় সাংবাদিক, নেশায় নাট্যকলাতৎপর কর্মী ও সংস্কৃতি-সংগঠক, মুখ্যত বিনোদনবার্তাজীবী হিশেবে দেশের একাধিক জাতীয় দৈনিকে দেড়-দশকেরও অধিক কালব্যাপী প্রদায়কের ভূমিকায় ছিলেন সক্রিয়। সম্প্রতি ইংল্যান্ডে পেশাগত সূত্রে অভিবাসিত। বঙ্গীয় লোকসাংস্কৃতিক পরিচয়চিহ্ন সংগ্রহ ও গবেষণার পাশাপাশি দীর্ঘ অর্ধযুগ ধরে একমনোনিবিষ্ট মুক্তিযুদ্ধ-অনুধ্যানী হিশেবে ব্যক্তিক ও সাংগঠনিকভাবে তৎপর। ‘প্রোজেক্ট লন্ডন ১৯৭১’-উদ্যোক্তা, আহ্বায়ক ও মুখ্য সমন্বয়ক। গ্রন্থপ্রণেতা, নাট্যনির্দেশক ও মঞ্চাভিনেতা। ‘সাঁই’ শীর্ষক লোকগানভিত্তিক ছোটপত্রিকা ছাড়াও কবিতাভিত্তিক ‘বৈঠা’ ভাঁজপত্রের অন্যতম সম্পাদক উজ্জ্বল দাশের উল্লেখযোগ্য প্রকাশনার মধ্যে রয়েছে ‘মৃত্যুঞ্জয়ী প্রজ্ঞাবান : শহিদ বুদ্ধিজীবী অধ্যাপক অনুদ্বৈপায়ন ভট্টাচার্য স্মারক গ্রন্থ’ (প্রকাশকাল ২০০০), যুক্তরাজ্যবাসী বাঙালির পাক্ষিক জনপদবার্তা ‘কমিউনিটি বিচিত্রা’ এবং ওয়েবদৈনিকী ‘ব্রিটবাংলা২৪’ (www.britbangla24.com) পত্রিকাদ্বয়ের প্রতিষ্ঠাতা-সম্পাদক।
প্রবন্ধচত্বর
১০:৫৮:৪৭, ২১ জুলাই ২০১৭২০১৬ সনের অগাস্টের মাঝামাঝি ‘প্রোজেক্ট লন্ডন ১৯৭১’-এর পয়লা আলোকচিত্র ও স্মারকবস্তু সংগ্রহের প্রদর্শনী আয়োজিত হয় বাংলাদেশের শিল্পকলা অ্যাকাডেমির জাতীয় চিত্রশালায়। …বিস্তারিত