গায়ক, কবি, প্রাবন্ধিক, সংস্কৃতিবীক্ষক ও সম্প্রচারবিশেষজ্ঞ। মাকসুদুল হক, ওর্ফে ম্যাক হক, বাংলাদেশের প্রবাদপ্রতিম ‘ফিডব্যাক’ ব্যান্ডের সাবেক লিড-ভোক্যাল্; ১৯৯৭ সালে ফিডব্যাক থেকে বেরিয়ে ব্যান্ড ফর্ম করেন ‘মাকসুদ ও ঢাকা’ নামে, সেইসঙ্গে বাংলাদেশের ফকিরিধারার গানের ফিউশনধর্মী নিরীক্ষা চালানোর জন্য গড়ে তোলেন ‘গরিমা গানের দল’ শীর্ষক পৃথক গানদল। আবহমান বাংলা গানে জ্যাজ্-রক্ ফিউশন্ উপস্থাপনের জন্য ম্যাক যুগপৎ নন্দিত ও নিন্দিত। ফিডব্যাকে থাকাকালীন মাকসুদুল হকের গীতিকবিতায় এবং অনবদ্য গায়নে অ্যালবামগুলোর মধ্যে ‘মেলা’, ‘জোয়ার’, ‘উল্লাস’, ‘বঙ্গাব্দ ১৪০০’, ‘বাউলিয়ানা ১ম খণ্ড’ প্রভৃতি উল্লেখযোগ্য; ‘মাকসুদ ও ঢাকা’ ব্যানারে উল্লেখযোগ্য সংকলনের মধ্যে ‘(অ)প্রাপ্তবয়স্কের জন্য নিষিদ্ধ’ তৎকালীন সাংস্কৃতিক স্থিতাবস্থায় মারাত্মক অস্বস্তির ঢেউ তুলেছিল। বাংলা গানে এই অ্যালবাম রাজনৈতিকতাদীপ্তির জন্যই দিশারী। লিখছেন বাংলা ও ইংরেজি উভয় ভাষায়, বেশি ইংরেজিতেই যদিও, ম্যাকপ্রণীত বাউল ও ফকিরি ধারার সুলুকসন্ধানী বিদ্যায়তনিক ইংরেজি প্রবন্ধগুলো অনুসন্ধিৎসু সকলের দ্রষ্টব্য। প্রকাশিত বইয়ের মধ্যে উল্লেখযোগ্য গদ্যবই ‘আমি বাংলাদেশের দালাল বলছি’, কবিতাবই ‘দি বাংলাদেশ পোয়েট অফ ইম্প্রোপ্রায়েটি’, গবেষণা-আখ্যানগ্রন্থ ‘বাউলিয়ানা, ওয়্যর্শিপিং দি গ্রেইট গড ইন ম্যান’ প্রভৃতি।
প্রবন্ধচত্বর
৩:৪৪:৪২, ২৭ ডিসেম্বর ২০১৬আমি পল্লবী মিরপুরে থাকি। ঢাকার অন্যান্য এলাকা বা মহল্লার তুলনায় মিরপুরিয়ান বা পল্লবীয়ান বলতে বোঝায় — জাস্ট অ্যা লোয়ার অর মিডল …বিস্তারিত